ইব্রাহিমোভিচ জানিয়েছেন এই দেশই জিতবে ফুটবল বিশ্বকাপ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল শুরু হতে বাকি আর একদিন। ফুটবল বিশ্ব এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল সমর্থন করছে মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে আরেকদল সমর্থন করছে তউরণ তুর্কি এম্বাপের দল ফ্রান্সকে। দুটি দেশই তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে লুসাইল স্টেডিয়ামে আগামীদিন নামতে চলেছে।
কোন দেশ তৃতীয় বার বিশ্বজয় করবে? এই নিয়ে চলছে ভবিষ্যৎবাণী। বিখ্যাত জ্যোতিষী থেকে শুরু করে নামীদামী স্টক মার্কেট বিশেষজ্ঞ সকলেই জানাচ্ছেন তাদের মতামত। তবে পিছিয়ে নেই প্রাক্তন কিংবদন্তী খেলোয়াড়েরাও।
সম্প্রতি সুইডেন কিংবদন্তী ফুটবলার জলাটান ইব্রাহিমোভিচ জানিয়েছেন কোন দেশ জিতবে এবারের ফুটবল বিশ্বকাপ। ইব্রাহিমোভিচ জানিয়েছেন তিনি ইতিমধ্যে জানেন কোন দেশ জিতবে বিশ্বকাপ, তাঁর মতে বিজয়ী দেশের নাম ইতিমধ্যে লেখা হয়ে গেছে।
ভবিষ্যৎবাণী করে ইব্রাহিমোভিচ বলেছেন, "আমার মনে হয় মেসি ট্রফি তুলতে চলেছে, এটি ইতিপূর্বে লিখিত।" এর সাথে তিনি যোগ করেছেন, "আমি আশা করছি আর্জেন্টিনা বিশ্বকাপটি মেসির জন্য জিতবে।"
প্রাক্তন সতীর্থ মেসির সম্পর্কে ইব্রা মনে করেন মেসির আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় অনিবার্য।