কলকাতা লিগ খেলেই তারকা হতে চাই: ফারদিন আলি মোল্লা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আগামী ২৫ শে জুন থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগ। তার আগে বাঙালি কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। মোহনবাগান দলে এবার মোট ১২জন বঙ্গসন্তান রয়েছে।
দলের প্রধান কোচ বাস্তব রায়, সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল, গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডলকে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্টে। সব মিলিয়ে আসন্ন কলকাতা লিগ খেলতে প্রস্তুত সবুজ-মেরুন দল। বিদেশিহীন ফুটবল লিগ, পাশাপশি ডেভলপমেন্ট লিগ ও নেক্সট জন কাপে খেলা অনূর্ধ্ব ২৩ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড।
আরও পড়ুন: সিনিয়র দলে নিয়মিত সুযোগ পেতে কলকাতা লিগকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন সুমিত রাঠি
টুর্নামেন্টে নামার আগে মোহনবাগান দলের অন্যতম খেলোয়াড় ফারদিন আলি মোল্লা জানিয়েছেন, "সিনিয়র দলে অনেকদিন ধরে খেলছি। এএফসি কাপে গতবার গোল পেয়েছি। কিন্তু সিনিয়র দলে নিয়মিত জায়গা করে উঠতে পারিনি এখনও। তাই কলকাতা লিগে আমায় ভালো করতে হবে। এই লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। দু'বছরে ১৬ টা গোলও করেছি। কিন্তু এবার খেলব প্রিমিয়ার ডিভিশনে। ফলে চ্যালেঞ্জটা অন্যরকম। আমি বাঙালি তাই জানি এই লিগ থেকেই বড় ফুটবলার তৈরি হয়। শুনেছি আমাদের গ্রুপটা শক্ত তাই ম্যাচ জেতাটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নেব।"