আমি এমি মার্টিনেজের মত করতে পারব না, স্পষ্ট বার্তা হুগো লরিসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি গোলকিপার হুগো লরিস। ২০১৮ সালে ফ্রান্সকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতেছিলেন। কিন্তু ২০২২ সালে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় ফ্রান্স।
এবং সেই ফাইনালে টাইব্রেকারে দুই গোলকিপারের মধ্যে দুই ভিন্ন ধরণের স্ট্র্যাটেজি দেখা গিয়েছিল। এক দিকে হুগো লরিস, শান্ত ও নীরব। অন্যদিকে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, যিনি নানা অঙ্গভঙ্গি ও বাকবিতরণের মাধ্যমে চাপে ফেলছিলেন প্রতিপক্ষের। আর এমির এমন কাজই হয়ত বিশ্বকাপ জিতিয়েছে আর্জেন্টিনাকে।
কিন্তু এমির মত এই কাজ কেন করেননি লরিস? অবসরের দিনে লরিস স্বীকার করলেন, এমির মত এমন কাজ করতে তিনি সক্ষম নন।
এই নিয়ে এল একুইপেকে দেওয়া সাক্ষাৎকারে লরিস বলেছেন, "এমন কিছু কাজ রয়েছে যা আমি জানি না কিভাবে করতে হয়। গোলের সামনে অঙ্গভঙ্গি করা, প্রতিপক্ষকে বাতবিতন্ডার মাধ্যমে চাপ দেওয়া - আমি জানি না কিভাবে করতে হয়। খুবই কঠিন এটি, সেই জায়গায় যাওয়ার জন্য আমি প্রস্তুত নই। আমি জানি না এভাবে জেতা যায় কিনা, এমনকি এভাবে আমি হারতেও চাই না।"
এরপর লরিস বলেছেন, "যদি জিজ্ঞেস করেন সাফল্য আনার কথা, কৃতিত্ব অর্জন করা, হ্যাঁ। তবে আমি এমনভাবে করতে পারব, সেটি আমি নই। আমি পারব না।"