রোনাল্ডোর কারণে ক্লাব ছাড়তে হল, এবার রোনাল্ডোকে নিয়ে বিতর্কিত মন্তব্য আবুবাকারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভিনসেন্ট আবুবাকার, ক্যামেরুনের এই ফরোয়ার্ড সম্প্রতি ফিফা বিশ্বকাপে ব্রাজিল ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে গোল করেছেন। তবে বিশ্বকাপে ভালো খেলা সত্ত্বেও তার দল তাকে রাখল না, সৌজন্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সৌদি আরবের ক্লাবে খেলতেন আবুবাকার, যে ক্লাবে সাড়া জাগিয়ে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সৌদি লিগের নিয়ম অনুযায়ী, এক দল সর্বোচ্চ আটজন বিদেশী খেলোয়াড় রাখতে পারে। আর সেই কারণে আবুবাকারকে ছেড়ে দিচ্ছে আল নাসের। যদিও চুক্তির বকেয়া অর্থ দিয়ে দেবে ক্লাব।
তবে ক্লাব থেকে চুক্তি বাতিল করার পর রোনাল্ডোকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আবুবাকার। স্প্যানিশ পত্রিকা মুন্ডো ডেপোর্টিভোর রিপোর্ট অনুযায়ী, আবুবাকার এক সাক্ষাৎকারে বলেছেন, "আমি সব সময় ভেবেছিলাম মেসি রোনাল্ডোর থেকে ভালো, তবে আমি ওনার সাথে অনুশীলন করার পর বুঝলাম, আমিই ঠিক।"
ভিনসেন্ট আবুবাকারকে সই করানোর বিষয়ে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেড ও তুরস্কের ক্লাব ফেনেরবাখে।