শেষ মুহুর্তের গোলে লিগশীর্ষ থেকে এটিকে মোহনবাগানকে সরিয়ে উঠল হায়দ্রাবাদ

এটিকে মোহনবাগান - ২ (ডেভিড উইলিয়ামস, আশিস রাই - আত্মঘাতী গোল)
হায়দ্রাবাদ এফসি - ২ (বার্তোলোমেউ ওগবেচে, জাভিয়ের সিভেরিও)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হাতের নাগাল থেকে লিগ শীর্ষে থাকার সুযোগ এটিকে মোহনবাগানের থেকে কেড়ে নিল হায়দ্রাবাদ এফসি। ডেভিড উইলিয়ামসের ইতিহাস গড়ার দিনে অতিরিক্ত সময়ে গোল করে হায়দ্রাবাদকে বাঁচিয়ে আনেন জাভিয়ের সিভেরিও।
ম্যাচ শুরুর ১২ সেকেন্ডে দুরপাল্লার শটে গোল করে সবুজ-মেরুণ ব্রিগেডকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। এরপর ১৮ মিনিটে তিরির হেডার ধরতে গিয়ে হাত থেকে বল হারান অমরিন্দর সিং, যা থেকে সহজেই গোল করেন ওগবেচে। ৪০ মিনিটে ওগবেচের সাথে মাথা ঠোকাঠুকিতে মাথায় গুরুতর চোট পান কার্ল ম্যাকহিউ, যার জেরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।
এরপর দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান বেশ আক্রমণাত্মক ফুটবল খেলছিল। ৬৪ মিনিটে ডেভিড উইলিয়ামসের ছোট্ট ভাসানো পাসে হেড করে গোল করেন জনি কাউকো, তবে তা আশিস রাইয়ের পায়ে লাগায় ডিফেন্ডারের নামে আত্মঘাতী গোল হিসেবে বিবেচিত হয়। এক সময় মনে হচ্ছিল, এই ম্যাচ জিতে এটিকে মোহনবাগান লিগ শীর্ষে উঠে যাবে। কিন্তু খেলা শেষের অতিরিক্ত সময়ে ভাসানো বলে দুর্দান্ত হেড করে গোল করেন জাভিয়ের সিভেরিও।
আর এই ড্রয়ের জেরে গোল পার্থক্যে প্রথমবার আইএসএলের লিগ টেবিলের শীর্ষে উঠল হায়দ্রাবাদ এফসি। নতুন কোচ জুয়ান ফেরান্ডোর আগমণে আক্রমণাত্মক ফুটবলের ভান্ডার বাড়লেও অত্যন্ত বাজেভাবে গোল খাওয়ার রীতি বজায় রেখেছে এটিকে মোহনবাগান।