যোগ্য হিসেবে জিতেছে এটিকে মোহনবাগান, বার্তা হায়দ্রাবাদ কোচ মানোলো মার্কেজের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান। হুগো বুমোসের গোলে পিছিয়ে পড়েও হায়দ্রাবাদ সেভাবে ভালো সুযোগ তৈরি করতে পারেনি।
আর এই হতাশাজনক পারফর্মেন্সটি মেনে নিতে হচ্ছে হায়দ্রাবাদ এফসির হেড কোচ মানোলো মার্কেজের। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মানোলো নিজের দলের হতাশার কথা তুলে ধরেছেন।
মানোলো বলেছেন, "যোগ্য হিসেবে এই ম্যাচ জিতেছে এটিকে মোহনবাগান। আর আমরা এই ম্যাচ জেতার জন্য কিছুই করিনি। এটাই ম্যাচের সহজতম ব্যাখ্যা।"
এদিকে নিজেদের পারফর্মেন্স নিয়ে মানোলো বলেছেন, "টেবিলের দিকে তাকালে, আমরা ভালো করছি। কিন্তু এই দলটি গতবারের তুলনায় কিছুই নয়। আমি খুবই অখুশি দলের খেলা নিয়ে। যখন আপনি জেতেন, সব কিছু ভালো লাগে। কিন্তু আমার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং আমি জানতাম এমন এক দিন আসবে যেখানে আমরা হারব।"