হায়দ্রাবাদের বিরুদ্ধে সুযোগ নষ্টের বহর, হারের রাস্তায় ফিরল ইস্টবেঙ্গল

হায়দ্রাবাদ এফসি - ২ (মহম্মদ ইয়াসির, জাভিয়ের সিবেরিও)
ইস্টবেঙ্গল - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কাজটা কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে চেষ্টার ত্রুটি ছিল না, কিন্তু জয়টা এল না। বরং একটি দর্শনীয় গোল ও ডিফেন্সের ভুলে গোলের কারণে হায়দ্রাবাদের কাছে হারল ইস্টবেঙ্গল।
প্রথমার্ধে দুই দলই আক্রমণের চেষ্টা করছিল। তবে হায়দ্রাবাদ ধীরে ধীরে খেলায় জমাট বেঁধে নেয়। বার্তোলোমেউ ওগবেচের নেতৃত্বে হায়দ্রাবাদ আক্রমণ চালায়।
৩৮ মিনিটে দুরন্ত গোলে এগিয়ে যায় হায়দ্রাবাদ। আকাশ মিশ্রার লং থ্রো ইনে হিতেশ শর্মা হেড করেন, যা থেকে বল পেয়ে দুরন্ত ভলিতে গোল করেন মহম্মদ ইয়াসির।
এরপর ইস্টবেঙ্গল আক্রমণের মরিয়া চেষ্টা করে। জর্ডান ও' ডোহার্টি, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভারা বারবার আক্রমণ করতে থাকে। দুরন্ত খেলেন নাওরেম মহেশ সিং। কিন্তু গোল আর আসে না। বেশ কিছু সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ ব্রিগেড।
এদিকে হায়দ্রাবাদ গতির বিরুদ্ধে আবারও গোল করে। ৮৫ মিনিটে বোর্হা হেরেরার ক্রসে গোল করেন পরিবর্ত হিসেবে নামা জাভিয়ের সিবেরিও।
আর এই হারের জেরে অষ্টম স্থানেই থেকে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে জিতে প্রথম স্থানে উঠে এল হায়দ্রাবাদ।