অঘটন রুখল জার্মানি! স্বপ্নভঙ্গ হাঙ্গেরির

জার্মানি - ২ (কাই হাভের্তস, লিওন গোরেতসকা)
হাঙ্গেরি - ২ (অ্যাডাম জালাই, আন্দ্রাস সাফার)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি ইউরোর সব থেকে বড় অঘটনটি ঘটতে গিয়েছিল। কিনতি শেষ অবধি গ্রুপ অফ ডেথের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানির বিরুদ্ধে ড্র করল হাঙ্গেরি, আর এর জেরে ইউরো ২০২০ থেকে বিদায় নিল গ্রুপের আন্ডারডগরা।
শুরু থেকে প্রচণ্ড রক্ষণাত্মক ফুটবল খেলে গিয়েছে হাঙ্গেরি। জার্মানি পুরো সময় ধরে আক্রমণ হেনেছে, কিন্তু গোলমুখ খুলতে পারেনি। এদিকে প্রতি আক্রমণে গিয়ে গোল করে হাঙ্গেরি। রোল্যান্ড সালাইয়ের দুরন্ত ক্রসে ঝাঁপিয়ে হেড মেরে গোল করেন অধিনায়ক অ্যাডাম জালাই।
আর গোল খাওয়ার পরে মরিয়া আক্রমণ চালিয়ে যায় জার্মানি। ৬৬ মিনিটে জোসুয়া কিমিচের ক্রস পাঞ্চ করতে পারেননি গুলাচি, যা হেড মারেন ইকেয় গুন্দোগান, আর সেই বল পেয়ে অনায়াসে গোল করেন কাই হাভের্তস। কিন্তু ঠিক তার দুই মিনিট পরেই গোল করে হাঙ্গেরি। ৬৮ মিনিটে জালাইয়ের দুরন্ত পাসে গোল করেন আন্দ্রাস সাফার।
কিন্তু ৮৪ মিনিটে অবশেষে সমতা ফিরিয়ে আনে জার্মানি। টিমো ওয়ের্নেরের শট ডিফেন্ডারের গায়ে লেগে আসে লিওন গোরেতসকার কাছে, যিনি গোল করতে কোনও ভুল করেননি। এরপর বাকি সময়টা নিজেদের কাছে বল রেখে খেলে জার্মানি। সময় বাঁচিয়ে নেওয়ার খেলা খেলে জার্মানরা। আর শেষ অবধি ম্যাচ বাঁচিয়ে ফিরল জোয়াকিম লোর ছেলেরা।