মানবিক শিল্টন পাল। দারুণ উদ্যোগ নিলেন ময়দানের 'বাজপাখি'। বিস্তারিত পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : ওর যশ, প্রতিপত্তি সবটাই ফুটবলকে ঘিরে। ময়দান ওকে পরিচিতি দিয়েছে। তারকা বানিয়েছে। সম্মান আর ভালবাসায় মুড়ে দিয়েছে সমাজ। তাই করোনা ভাইরাসের আতঙ্কের দিনগুলোয় সমাজকে পাল্টা প্রতিদান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন শিল্টন পাল। কয়েকদিন আগে মেহতাব হোসেন, অভিজিৎ মন্ডল, অভ্র মন্ডল, ডেনসন দেবাদাসরা নিজেদের উদ্যোগে বিধাননগর পুলিশ কমিশনারেটে পৌঁছে পুলিশ কর্মীদের হাতে 'আর্সেনিকাম অ্যালবাম থার্টি' নামক ওষুধ তুলে দিয়েছিলেন। আর এবার আমফান নামক সাইক্লোনের দাপটে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যাওয়া সুন্দরবনের পাশে দাঁড়ালেন ময়দানের 'বাজপাখি'।
কীভাবে এই উদ্যোগ নিচ্ছেন? এক্সট্রাটাইম'কে শিল্টন বলছিলেন, "আমরা আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে সুন্দরবনে ত্রাণ দিতে যাব। এবং আমরা সেখানে উপস্থিত থেকে ত্রাণ বিলি করব। সেইজন্য আমরা সুন্দরবন এলাকার বেশ কিছু গ্রামকে ইতিমধ্যেই চিহ্নিত করেছি। প্রতিটা গ্রামে কত লোকজন আছে সেই হিসেবগুলো নিতে শুরু করেছি। এই ত্রাণকার্যের জন্য প্রচুর টাকা প্রয়োজন। আমরা ইতিমধ্যে টাকা জোগাড় করতে শুরু করেছি। নিজেরা টাকা দেওয়া থেকে শুরু করে বিদেশে থাকা প্রচুর বন্ধুবান্ধব আমাদের অর্থ সাহায্য করছেন। আগামী দুই-তিনদিনের মধ্যে এলাকা পর্যবেক্ষণ করার পর ত্রাণের কাজে নেমে পড়ব।"
একে করোনা। এরমধ্যে আবার যোগ হল আমফান। ফলে গ্রামগঞ্জের মানুষদের অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা শিল্টন ও তাঁর দলের মাথায় আছে। তাই সুন্দরবন এলাকায় মেডিক্যাল ক্যাম্প করার কথাও ভাবছেন মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার। যোগ করলেন, "আমাদের দলে একজন ডাক্তারবাবু আছেন। এবং সেই ডাক্তারবাবুর সাহায্যে আমরা গ্রামে গিয়ে মেডিক্যাল ক্যাম্প করব। সেটা এখনও হতে পারে। আবার পরবর্তী সময় সুন্দরবন গিয়ে আমরা মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করতে পারি। পাশাপাশি গ্রামের আর্ত ও দুঃস্থদের জন্য পরিস্কার জামা-কাপড়ের ব্যবস্থাও আমরা করছি। দয়াকরে আপনারাও এই উদ্যোগে সামিল হোন।"