ডার্বিতে আমাদের উন্নতি করতে হবে - কেরালা ম্যাচের ভুল শুধরে বড় ম্যাচের বার্তা হুগো বৌমোসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইএসএল ২০২১ এর উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আক্রমণাত্মক শুরু এটিকে মোহনবাগানের। ৪-২ ফলে জিতে অভিযান ভালো ভাবেই শুরু করল সবুজ-মেরুণ ব্রিগেড। আর এই ম্যাচে হুগো বৌমোস নিজের জাত চেনালেন। কেরালার বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করেন হুগো বৌমোস, আর এর জেরে বেজায় খুশি এই ফরাসি তারকা।
ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার পেয়ে হুগোর বার্তা, "আমি কেবল খুশি যেভাবে আমি প্রথম ম্যাচে খেলেছি। আপনি বলতে পারেন এটি একটি স্মরণীয় ম্যাচ আমার কাছে কারণ আমি প্রথম ম্যাচে জোড়া গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। প্রথম গোল করা সব সময় কঠিন। এর বাইরে, আমরা দল হিসেবে চার গোল করে তিন পয়েন্ট পেয়েছি। খুবই জরুরি গোল করে দলকে জেতানো এবং আমরা এটি পেতে শুরু করেছি।"
রয় কৃষ্ণার সাথে তার জুটি এবং লিস্টনের বিশ্বমানের গোল নিয়ে হুগো বলেছেন, "রয় কৃষ্ণার সাথে খেলা বেশ উপভোগ করছি। গত বছর রয় গোল্ডেন বল জিতেছিল। আমাদের মধ্যে যত বোঝাপড়া বাড়বে, ক্লাব ততই লাভবান হবে। ও আমার পাস বুঝতে পারে। তাই এটি আমায় সাহায্য করে। লিস্টন কোলাসোর গোল অসাধারণ। ওর গোল দেখে সবাই বুঝতে পারবে ও কতটা প্রতিভাবান।"
এরপরের ম্যাচেই কলকাতা ডার্বি। সে নিয়ে হুগোর বার্তা, "সামনে ডার্বি। আমি মুখিয়ে রয়েছি এই ম্যাচে খেলার জন্য। আমি কলকাতা ডার্বি নিয়ে অনেক কিছু শুনেছি। মাঠে কোনও দর্শক থাকবে না, এটাই আমায় যন্ত্রণা দেয়। কেরালার বিরুদ্ধে জেতা সত্ত্বেও, পুরো জিনিসটি পারফেক্ট ছিল না আমাদের জন্য। প্রতিপক্ষ দুই গোল করেছে। এই ভুলগুলিকে ডার্বিতে শোধরাতে হবে। আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে ডার্বি জিতে।"