সাংবাদিক সম্মেলনে থাকলেও অনুশীলনে নেই হুগো বুমোস, কিন্তু কেন ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: দল খেলছে, প্লেয়াররা পরিশ্রম করছে, একটার পর একটা ম্যাচ গড়াচ্ছে কিন্তু এটিকে মোহনবাগানের গোল করার দরজাটা খুলছে না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নই করা হয় কোচ হুয়ান ফেরান্দোকে।
তিনি জানান, "পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবো আমরা"। তবে দলে ফিরতে পারেন হুগো বুমোস। পুরো দলটা এখন তাকিয়ে রয়েছে তার উপরেই। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হুগো বুমোসকে পাশে বসিয়েই সাংবাদিক বৈঠক সারেন কোচ ফেরান্দো।
তবে কোচ বললেও এদিন অনুশীলন দেখা গেল না এই তারকা বিদেশি খেলোয়াড়কে। মঙ্গলবার হুগো বুমোসকে ছাড়াই অনুশীলন সারল সবুজ-মেরুন ব্রিগেড। এটিকে মোহনবাগান সূত্রের খবর, তার পায়ের পেশীতে হালকা টান রয়েছে।
সেই কারণেই এদিন অনুশীলনে দেখা যায়নি তাকে। তবে এই চোট বেশি গুরুতর নয় বলেই খবর। এমন অবস্থায় আগামী ম্যাচে কোচ ফেরান্দো তাকে প্রথম একাদশে রাখেন কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।