চুরি হয়েছে ভিসা-পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ জিনিস! নিজের পরিস্থিতি নিয়ে বার্তা হুগো বৌমোসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হুগো বৌমোসের ইনস্টাগ্রাম পেজে এটিকে মোহনবাগানের সমস্ত ছবি ডিলিট এবং ক্লাবকে আনফলো করা হয়েছিল। আর তা দেখে আশঙ্কা বেড়েছিল সবুজ-মেরুণ সমর্থকদের। যদিও আমরা, অর্থাৎ এক্সট্রা টাইম বাংলা নিশ্চয়তা দিয়েছিল, আগামী কয়েক দিনের মধ্যেই গোয়া পৌঁছবেন হুগো, কিন্তু এমন কান্ড দেখে সন্দিহান ছিল সমর্থকরা।
এই পরিস্থিতিতে এবার সমর্থকদের নিশ্চয়তা দিলেন স্বয়ং তারকা মিডফিল্ডার। নিজের সোশ্যাল মিডিয়ায় স্টোরি পোস্ট করে হুগো লিখেছেন, ভিসা-পাসপোর্ট ও মোবাইল সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে গিয়েছে। আর এর জেরে গোয়ায় এটিকে মোহনবাগানের প্রস্তুতি শিবিরে পৌঁছতে দেরি হয়েছে।
যদিও তিনি ফ্রান্স ও ভারতের বিদেশমন্ত্রকের প্রতি আস্থা প্রকাশ করেছেন যাতে দ্রুত ভিসা ও পাসপোর্ট পেয়ে যান। আর এর জেরে হুগো জানিয়েছেন, অতি শীঘ্রই তিনি গোয়ায় প্রস্তুতি শিবিরে যোগ দেবেন।