ভারতেই এএফসি কাপে নামতে পারে এটিকে মোহনবাগান! কিভাবে সম্ভব মূলপর্বে যোগ্যতা অর্জন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২০-২১ মরশুমের আইএসএলে রানার্স আপ হওয়ার জেরে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে এটিকে মোহনবাগান। কিন্তু কি উপায়ে এএফসি কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করবে এটিকে মোহনবাগান?
আগামী ৫ এপ্রিল প্রেলিমিনারি রাউন্ড ওয়ানে খেলবে না এটিকে মোহনবাগান। সরাসরি ১২ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে খেলবে সবুজ-মেরুণ ব্রিগেড, যেখানে তাদের খেলতে হবে নেপালের মাচিন্দ্রা এফসি ও শ্রীলঙ্কার ব্লু স্টার এফসির বিজয়ীর বিরুদ্ধে।
সেই ম্যাচ জিতলে ১৯ এপ্রিল প্লেঅফ পর্বে নামবে এটিকে মোহনবাগান। আর সেই পর্বে জুয়ান ফেরান্ডোর দল নামবে ঢাকা আবাহনী ও পারো এফসি / ক্লাব ভ্যালেন্সিয়া এর বিজয়ীর বিরুদ্ধে।
যদি এই দুটি ম্যাচ জিতে যায় এটিকে মোহনবাগান, তবে এএফসি কাপের গ্রুপ ডি-তে প্রবেশ করবে তারা। সেখানে গোকুলাম কেরালা এফসি, বসুন্ধরা কিংস ও মাজিয়া এফসির বিরুদ্ধে নামবে সবুজ-মেরুণ ব্রিগেড।
এদিকে যা সম্ভাবনা, প্রিলিমিনারি রাউন্ড ও প্লেঅফ রাউন্ডে সম্ভবত ভারতেই খেলতে পারে এটিকে মোহনবাগান। এএফসির নিয়ম অনুযায়ী, উচ্চ র্যাঙ্কিংয়ের দলের অ্যাসোসিয়েশনই ম্যাচ আয়োজন করতে পারবে। ফলে ভারতের র্যাঙ্কিং বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার থেকে র্যাঙ্কিং অনেক বেশি। এর জেরে প্লেঅফস ভারতেই খেলতে পারে এটিকে মোহনবাগান।