গ্রুপ বি থেকে কোন দল কিভাবে যাবে শেষ ষোলোয়? জানুন সমীকরণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে চলতি ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ড। এবং শেষ ষোলোয় যাওয়ার সমীকরণের কারণে গ্রুপের দুটি ম্যাচ একই সময়ে ফেলা হয়েছে।
এই পরিস্থিতিতে বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় মুখোমুখি হবে গ্রুপ বি এর চারটি দল। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র খেলবে আল থুমামা স্টেডিয়ামে। এদিকে ইংল্যান্ড ও ওয়েলস খেলবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে।
এবার এই চার দলের মধ্যে কোন দুই দল কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করবে, সেটি দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। চলুন জেনে নিই, কিভাবে এই চার দল পরের রাউন্ডে যেতে পারে।
এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। ওয়েলসকে হারালে, শীর্ষস্থান নিশ্চিত। এদিকে ওয়েলসের বিরুদ্ধে ড্র করলে, আর যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে হারায়, তাহলে দ্বিতীয় স্থানে নেমে যাবে ইংল্যান্ড। তবে পরাজিত হলেও ইংল্যান্ড পরের রাউন্ডে যেতে পারবে। সেক্ষেত্রে ওয়েলসের বিরুদ্ধে যেন চার গোলের কম ব্যবধানে হারতে হবে।
সুবর্ণ সুযোগ রয়েছে ইরানের কাছে প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনোর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেলেই পরের রাউন্ডে চলে যাবে ইরান। এদিকে মার্কিনীদের বিরুদ্ধে ড্র করলে সেক্ষেত্রে ইরানকে উঠতে গেলে ইংল্যান্ডকে হারাতে হবে ওয়েলসকে।
যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হারায়, তাহলে পরের রাউন্ডে উঠে যাবে। তবে জয় না পেলে মার্কিনীদের বিদায় নিশ্চিত।
খুবই কম সম্ভাবনা রয়েছে ওয়েলসের পরের রাউন্ডে যাওয়ার। ইংল্যান্ডকে অতি অবশ্যই হারাতে হবে, এবং আশা রাখতে হবে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের ম্যাচ ড্র হয়। সেক্ষেত্রে গোল পার্থক্যে পরের রাউন্ডে চলে যাবে ওয়েলস। পাশাপাশি যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ম্যাচে কোনও দল জিতলেও উঠতে পারবে ওয়েলস, সেক্ষেত্রে ইংল্যান্ডকে চার গোলের ব্যবধানে হারাতে হবে।