এগিয়ে থেকেও জয় অধরা ইস্টবেঙ্গলের, ম্যাচের ফলাফল ৩-৩

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও নর্থইস্ট ইউনাইটেড। পাঁচ ম্যাচ হেরে লিগ টেবিলের তলানিতে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড। সেই কারণে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে সর্বাঙ্গীণ জয়ের সুবর্ণ সুযোগ ছিল। গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়ে বুধবার প্রবল ফেভারিট হয়ে উঠেছে তারা। ক্লিটন সিলভা ও জেক জার্ভিস দলে যোগ দেওয়ার পর ইস্টবেঙ্গলের জয়ের মূল চাবিকাঠি হয়ে উঠেছে তারা।
তবে এই ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল লাল-হলুদ ব্রিগেডকে। ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দলের ফুটবলাররা। ৯০ মিনিটে দুই দল মিলিয়ে মোট ৬টি গোল দেখল যুবভারতী। ম্যাচের ফলাফল ৩-৩
বার বার এগিয়ে থেকেও জয় অধরাই থেকে গেল লাল-হলুদ শিবিরের।সকলকে চমকে দিয়ে ব্যাকভলিতে গোল করেন ইস্টবেঙ্গলের জেক জার্ভিস।
কিন্তু সেই গোলও জয় এনে দিতে পারল না। শেষ বেলায় নর্থইস্টের একের পর এক আক্রমণ যেন ভয় দেখিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের রক্ষণভাগে। কিন্তু নিজেদের ব্যর্থতায় গোল করতে পারেনি নর্থইস্ট। ইস্টবেঙ্গলের হয়ে এদিন ক্লিটন সিলভা দুটি ও জেক জার্ভিস একটি গোল করেন। তবে জয় অধরাই থেকে গেল লাল-হলুদ ব্রিগেডের।