ইস্টবেঙ্গল ছেড়ে কেন বেঙ্গালুরুতে যোগ দিলেন? জবাব দিলেন হীরা মন্ডল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবার ইস্টবেঙ্গলের হতাশাজনক মরশুমের একমাত্র ইতিবাচক দিক ছিলেন হীরা। এবং সমর্থকরা আশা করেছিলেন, আবারও যেন হীরা খেলুক লাল-হলুদ জার্সিতে। কিন্তু শেষ অবধি বেঙ্গালুরু এফসিতে চলে গেলেন হীরা। দুই বছরের চুক্তিতে বেঙ্গালুরুতে সই করলেন এই বাঙালি উইংব্যাক।
এবং বেঙ্গালুরুতে সই করে আপ্লুত হীরা। বেঙ্গালুরু এফসির মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হীরা বলেছেন, "আমি খুবই খুশি বেঙ্গালুরুতে যোগ দিতে পেরে, এমন একটি দল যারা ভারতীয় ফুটবলে গত দশকে অত্যন্ত সফল। ভারতীয় দলের কোর গ্রুপ বেঙ্গালুরুতে খেলে, আর তাদের সাথে একই ঘর শেয়ার করতে পারাটা দারুণ অনুভূতির হবে। আমি এই অভিজ্ঞতাটি পুরোপুরি নিতে চাই এবং মাঠে নামতে মরিয়া।"
এরপর হীরা বলেন, "আমি ম্যানেজমেন্ট ও কর্তাদের প্রতি কৃতজ্ঞ আমার ক্ষমতার প্রতি ভরসা রাখার জন্য। গত মরশুম আমার প্রথম আইএসএল ছিল, এবং আমি কল্পনাও করতে পারিনি আমি বেঙ্গালুরুর মত ক্লাবে এত তাড়াতাড়ি সুযোগ পাব। আমি মুখিয়ে রয়েছি ওয়েস্ট ব্লক ব্লুজের সাথে আলাপ করার জন্য, যাদের সবাই চেনে। আমি ওদের ব্যাপারে এত কিছু শুনেছি, আর তাদের সামনে খেলতে পারাটা দারুণ হবে।"