লাল হলুদে ফিরছেন হিরা? দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ এক সময় ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগ সামলানো হিরা মন্ডল আবার কি ফিরছেন লাল হলুদ ব্রিগেডে? সম্প্রতি কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসায় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হিরা ইস্টবেঙ্গল দল থেকে যোগ দিয়েছিলেন বেঙ্গালুরু এফসিতে। লাল হলুদ সমর্থকদের একটি বড় অংশ চেয়েছিল হিরা থাকুক ইস্টবেঙ্গলেই।
যদিও বেঙ্গালুরুতে গিয়ে তাঁর যাত্রা খুব একটা সুখকর হয়নি। সেভাবে খেলার সুযোগ তিনি পাননি বেঙ্গালুরু এফসির হয়ে। ফলত মানসিক ভাবে ভেঙ্গে পরেন হিরা মন্ডল। বেঙ্গালুরু দল ছেড়ে তিনি সোজা চলে আসেন কলকাতায়।
খবর অনুযায়ী বেঙ্গালুরু ম্যানেজমেন্টের সাথে ঠিক্টহাক কথা বলেননি হিরা, সংবাদ মাধ্যমকেও ঠিকভাবে কিছু জানান নি তিনি। তাহলে কি বেঙ্গালুরু ছেড়ে কলকাতা আসার পিছনে অন্য কোনো কারণ আছে? দেখে নিন এই ভিডিওতে-