ইস্টবেঙ্গলের ঐতিহ্যকে রেখেই কাজ করতে চাই, ক্লাব দখলের গুঞ্জন নিয়ে এক্সক্লুসিভ হরি মোহন বাঙুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত সপ্তাহের দিকে বেশ কিছু রিপোর্ট সামনে এসেছিল, ইস্টবেঙ্গল ক্লাবকে পুরোপুরি দখলের লক্ষ্যে রয়েছে শ্রী সিমেন্ট। আর সেই নিয়ে ইনভেস্টরের প্রতি বিষোদগার শুরু করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। এবার এই নিয়ে স্পষ্টতা দিলেন শ্রী সিমেন্টের কর্নধার হরি মোহন বাঙুর।
এক্সট্রা টাইম বাংলার সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বাঙুরকে যখন ক্লাব দখলের বিষয়টি জিজ্ঞাসা করা হয়, তার জবাবে তিনি এই খবর ছাপা সংবাদমাধ্যমকে এক হাত নেন। মোহনবাগানের সাথে তুলনা করে হরি মোহন বাঙুর বলেছেন, "আমি জানি না কারা কি লিখছে না লিখছে, তাতে আমার কিছুই আসে যায় না। এতে হয়ত ওদের টিআরপি সামান্য বাড়তে পারে। কিন্তু ক্লাবের পুরো দখল করার বিষয় নিয়ে আমি চিন্তিত নই।"
যদিও লাল-হলুদ কর্তাদের এমন আচরণে অসন্তুষ্ট বাঙুর। তিনি বলেছেন, "আমরা প্রকৃত শর্তগুলি নিয়েই নিজেদের অবস্থানে থাকব এবং ক্লাবকর্তারা যে আশ্বাস দিয়েছিল যে আমরা আমাদের মত কাজ করব, তোমরা তোমাদের মত থাকো, সেটিতেই আমরা সকলে মেনে নিয়েছিলাম। কিন্তু এখন হঠাত ক্লার্বকর্তাদের থেকে ক্লজ পাল্টানোর দাবি উঠছে আর ওরা বলে বেড়াচ্ছে যে শ্রী সিমেন্ট তাদের কাজে দেরি করছে।"
এর পর কর্তাদের উদ্দেশ্যে বাঙুর বলেছেন, "যদি তাদের কোনও ক্লজ নিয়ে সমস্যা থাকে তাহলে সেটি স্পষ্টভাবে জানাক, যে এটি ছিল প্রকৃত এগ্রিমেন্ট আর আমরা এই বিষয়গুলিকে পরিবর্তন করতে চাই। আমরা জানতে ইচ্ছুক যে কোন কোন ক্লজগুলিতে সমস্যা রয়েছে। যদি তারা সরাসরি জানায় যে আমরা এই পরিবর্তনগুলি চাইছি, তাহলে আমরা নিশ্চই শুনব।"
তবে অনেক জায়গায় খবর বেরিয়েছে, যে শ্রী সিমেন্ট কিছুটা নমনীয় হয়ে ক্লজে পরিবর্তন আনছে। এই ধরণের জল্পনাকে উড়িয়ে দিলেন হরি মোহন বাঙুর। তিনি বলেছেন, "যদি ক্লাব কর্তারা তাদের দাবিগুলি জানায় তাহলে আমরা অবশ্যই শুনব। কিন্তু ততদিন অবধি আমরা আমাদের ক্লজ পাল্টাচ্ছি না। অনেক জায়গায় শুনছি যে আমরা আমাদের ক্লজ পালটে ফেলছি, কিন্তু ঘটনা তা নয়। আমরা এখনও অবধি চুক্তির কোনও শর্ত পাল্টাচ্ছি না।"
ফলে হরি মোহন বাঙুর আলোচনার রাস্তা খুলে দিলেন লাল-হলুদ কর্মকর্তাদের জন্য। শ্রী সিমেন্ট একটি বিষয় স্পষ্ট রাখল, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানে তারা এগিয়ে আসবে। এবার ক্লাব কর্তাদের পালা এর পাল্টা জবাব দেওয়ার।