ক্লাবের নিয়ন্ত্রণ না পেলে আমরা খেলোয়াড়দের বেতন দেব না, বিস্ফোরক হরি মোহন বাঙুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই শ্রী সিমেন্টের চিঠির জবাব পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা, এবং তারা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে, সদস্যদের উপরেই নির্ভর করবে ফাইনাল টার্মশিটে সই। যদিও আলোচনার পথ খোলা রেখেছেন দুই পক্ষই।
এদিকে বড় সংকট হল, আগামী ৩১ মে এর মধ্যে এসসি ইস্টবেঙ্গলের একাধিক খেলোয়াড়ের চুক্তি শেষ হতে চলেছে। অনেক খেলোয়াড়ই ক্লাব ছাড়ার বিষয়ে মনোনিবেশ করেছে। এই অবস্থায় ফাইনাল এগ্রিমেন্ট সই না করেই কি খেলোয়াড় নিয়োগ বা রেখে দেওয়ার বিষয়ে মনোনিবেশ করবে ইনভেস্টর শ্রী সিমেন্ট?
এই নিয়ে এক্সট্রা টাইম বাংলায় কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসলেন শ্রী সিমেন্টের কর্নধার হরি মোহন বাঙুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ক্লাবের নিয়ন্ত্রণ না পেলে খেলোয়াড়দের বেতনের দায়ভার শ্রী সিমেন্ট নেবে না।
এই নিয়ে হরি মোহন বাঙুর বলেছেন, "যদি আমরা ক্লাবের নিয়ন্ত্রণ না পাই, যদি টার্মশিটে সই না হয়, তাহলে আমরা কোনও বেতন দেব না। ক্লাবের নিয়ন্ত্রণ পেলে আমরা এই কাজে এগোবো। তার আগে নয়।"
ফলে নিঃসন্দেহে, শ্রী সিমেন্টের মূল লক্ষ্য হল ক্লাবে নিজেদের নিয়ন্ত্রণ স্থাপন। ফুটবল খেলা পরে হোক, আগে যেন নিজেদের আখেরই গুছিয়ে নিয়ে ময়দানে নামতে চাইছে শ্রী সিমেন্ট।