আশার কথা শোনালেও অনন্তকাল অপেক্ষায় অরাজি শ্রী সিমেন্ট, এক্সক্লুসিভ বার্তা হরি মোহন বাঙুরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে টালবাহানা অব্যাহত। এক দিকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা চাইছে এই চুক্তি নিয়ে আলোচনায় বসতে, অন্যদিক ইনভেস্টর শ্রী সিমেন্ট চাইছে যত দ্রুত সম্ভব এগ্রিমেন্টে সই করতে। এবার এই নিয়ে এক্সট্রা টাইম বাংলাকে নিজেদের অবস্থান সম্পর্ক স্পষ্ট করলেন শ্রী সিমেন্টের কর্নধার হরি মোহন বাঙুর।
ফোনবার্তায় যখন জিজ্ঞাসা করা হয়েছিল, কবে নাগাদ এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে শ্রী সিমেন্ট, তার জবাবে বাঙুর বলেছেন, "আমরা আগামী সপ্তাহে বা তার পরে ক্লাবকর্তাদের সাথে আলোচনায় বসব। তারপরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
এদিকে ডেডলাইন সংক্রান্ত বিষয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে হরি মোহন বাঙুর বলেছেন, "আমাদের তরফ থেকে কোনও ডেডলাইন নেই। কিন্তু বাকি ক্রীড়া দপ্তর (এআইএফএফ ও এফএসডিএল) এর তো ডেডলাইন আছে। সেই ডেডলাইন অতিক্রম করে গেলে তো টিম নামানোই যাবে না। আমরা না হয় অপেক্ষা করতে পারি কিন্তু আয়োজকরা তো অপেক্ষা করবে না।"
এদিকে টার্মশিট সই হলেও ফাইনাল এগ্রিমেন্ট সই না হওয়া নিয়ে বিরক্ত বাঙুর। তিনি বলেছেন, "যখন চুক্তি সই হয়েছিল তখন ওনাদের (ক্লাবকর্তা) কোনও সমস্যা ছিল না। তাহলে ফাইনাল এগ্রিমেন্ট নিয়ে কেন এত সমস্যা তাদের?"
শেষে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, দলগঠন নিয়ে কেন উদ্যোগ নিচ্ছে না শ্রী সিমেন্ট, সে নিয়ে যাবতীয় জল্পনা স্পষ্ট করলেন বাঙুর। তিনি বলেছেন, "আমরা দলগঠন করতেই পারি, কিন্তু যতক্ষণ না ক্লাবের তরফ থেকে কোনও নিশ্চয়তা বা স্পষ্টতা পাচ্ছি, তাহলে কেন আমরা এই ঝুঁকি নেব!"
সব মিলিয়ে, বল কার্যত লাল-হলুদ কর্তাদের কোর্টেই ঠেলে দিলেন হরি মোহন বাঙুর। তবে আশা জাগল, এখনও সময় আছে এই সম্পর্ককে ঠিক করার জন্য।