জার্মানির নয়া কোচ হিসেবে নিযুক্ত হলেন হান্সি ফ্লিক, ইউরোর পরেই দায়িত্বগ্রহণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান, জার্মানি ফুটবল দলের নয়া কোচ হিসেবে নিযুক্ত হলেন তারকা কোচ হান্সি ফ্লিক। সোমবার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে বসে চুক্তিপত্রে সই করেছেন ফ্লিক। এই আনুষ্ঠানিক ঘোষণা করবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে এখনই দায়িত্ব নিতে পারবেন না ফ্লিক। আসন্ন ইউরো ২০২০তে জার্মানির কোচ হিসেবে থাকবেন বিদায়ী জোয়াকিম লো। ইউরো শেষ হলেও ফ্লিক জাতীয় দলের দায়িত্ব নেবেন।
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে ২০১৯-২০ মরশুমে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন হান্সি ফ্লিক। ফ্লিকের অধীনে বায়ার্ন ৮৬টি ম্যাচে কেবল নয়টি হেরেছে। এক মরশুমে ছয় ট্রফি জেতার অনন্য নজির গড়েছিলেন তিনি। বুন্দেশলিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ডিএফপি পোকাল কাপ, ডিএফএল সুপারকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল বায়ার্ন। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ে লো এর ডেপুটি ছিলেন ফ্লিক।
আর এর জেরে জোয়াকিম লো এর দীর্ঘ ১৫ বছরের কোচিংয়ের ইতি ঘটল। লো এর অধীনে ২০১৪ সালে ফিফা বিশ্বকাপ জিতেছিল জার্মানি। ২০১৭ সালে কনফেডারেশন কাপও জিতেছিল জার্মানি। এবার কাঙ্খিত ইউরো জয়ই লো এর কাছে অন্তিম চ্যালেঞ্জ।