সিটির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি অভিযোগের দ্রুত নিষ্পত্তি চান পেপ গুয়ার্দিওলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ গত ৬ প্রিমিয়ার লিগের ৫টিতেই চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলা কোচ হয়ে আসার পর ইপিএল একপেশে করে ফেলেছেন। সামনেই আবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সাফল্যের শিখরে থেকেও পেপ অন্য বিষয় নিয়ে চিন্তিত।
সম্প্রতি পেপ গুয়ার্দিওলা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, ম্যানচেস্টার সিটির উপর যে সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তার দ্রুত তদন্ত করা হোক।
প্রসঙ্গত ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১০০টিরও বেশি আর্থিক দুর্নীতির অভিযোগ জানায় ইংলিশ ফুটবল ফেডারেশন। এই অভিযোগগুলির তদন্ত সম্পূর্ণ হতে বেশ কয়েকবছর লাগবে বলেও জানা যায়।
গুয়ার্দিওলা জানিয়েছেন, "আমি চাই প্রিমিয়ার লিগ এবং বিচারক যত দ্রুত সম্ভব এই অভিযোগের নিষ্পত্তি করুক।"
আরও পড়ুন- ডটের বদলে ইমোজি! কোয়ালিফায়ার ম্যাচে আইপিএল সম্প্রচারকদের ইমোজি ব্যবহারের কারণ জানুন
পেপ গুয়ার্দিওলা আরও জানিয়েছেন, "তদন্তে আমরা যদি দোষী প্রমাণিত হই তাহলেও মানুষ জানতে পারবেন। এবং আমরা যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমাদের নিয়ে মানুষ এই বিষয় কথা বলা বন্ধ করে দেবেন।"
এছাড়াও, পেপ জানিয়েছেন ক্লাবকে নিয়ে তাঁর কোনো সন্দেহ নেই। তাঁরা সৎ ভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে।