খারাপ সময় চলছেই বার্সিলোনার! ঘরের মাঠে জয়হীন গ্রানাডার কাছে আটকে গেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খারাপ সময় চলছেই বার্সিলোনার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ঘরের মাঠে ০-৩ ফলে হারার পর এবার লা লিগায় আবারও আটকাল রোনাল্ড কোয়েম্যানের দল। মরশুমে জয়হীন গ্রানাডার কাছে আটকে গেল এফসি বার্সিলোনা।
খেলা শুরুর দুই মিনিটেই ডমিনিগোস ডুয়ার্টের হেডারে এগিয়ে যায় গ্রানাডা। এরপর একেবারে অন্তিম মুহুর্তের গোলে বার্সার হার বাঁচান রোনাল্ড আরাউজো। এছাড়া সের্জি রবের্তোর শট বারে লাগে, আর আরাউজোর হেড দারুণ সেভ করেন গ্রানাডার গোলকিপার লুই ম্যাক্সিমিয়ানো। মেম্ফিস ডিপে ও লুক ডি জং দ্বিতীয়ার্ধে গোল করতে ব্যর্থ হন।
এদিকে গ্রানাডার কাছে আটকে যাওয়ায় লা লিগার টেবিলে সপ্তম স্থানে পৌঁছয় বার্সিলোনা। লিগ টপার রিয়াল মাদ্রিদের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে রয়েছে। এদিকে এই হারের পর বেশ অসন্তুষ্ট বার্সার খেলোয়াড়রা।
ম্যাচের পর রোনাল্ড আরাউজো বলেন, "এটি লজ্জার ব্যাপার! আমরা যদি আগে গোল করতাম তাহলে আমরা জিততাম। শুরুতেই গোল খাওয়ার পর ওরা ডিফেন্সে চলে গিয়েছিল আর এতে আমাদের জন্য অসুবিধা তৈরি হয়েছিল।"
এই ম্যাচে চোটের জন্য বার্সিলোনা পায়নি জর্ডি আলবা ও পেদ্রি গোঞ্জালেজকে। এদিকে রিকি পুইজ ও গাভির মত তরুণদের সুযোগ দিয়েছেন কোচ রোনাল্ড কোয়েম্যান। সুযোগ পান ফিলিপে কুটিনহোও।