মৃত্যুভয় থেকে বেরিয়ে এসেছেন পেলে, ফুসফুসে সংক্রমণের কারণেই ভর্তি হাসপাতালে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। ৮২ বছর বয়সী পেলেকে প্যালিয়াটিভ কেয়ারে ভর্তি করা হয়েছিল, এমনটাই প্রচারিত হয়েছিল বেশ কিছু সংবাদমাধ্যমে। কিন্তু রবিবার ইনস্টাগ্রামে হাসপাতালের একটি রিপোর্টে ফুটবল বিশ্বকে নিশ্চিন্ত করলেন, তিনি ভালো আছেন।
এবার পেলের দুই মেয়ে ও এক নাতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণের জেরে ফুসফুসে সংক্রমণ হয়েছিল পেলের। এবং বর্তমানে তিনি মৃত্যুভয় থেকে বেরিয়ে এসেছেন।
এই নিয়ে এক সাক্ষাৎকারে পেলের মেয়ে কেলি নাসিমেন্টো বলেছেন, "উনি অসুস্থ, উনি বৃদ্ধ হয়েছেন। তবে এই মুহুর্তে, উনি হাসপাতালে রয়েছেন স্রেফ ফুসফুসের সংক্রমণের জন্য। এবং সুস্থ হলে, তিনি আবারও বাড়ি ফিরবেন।"
"খুবই অন্যায় হয় যখন লোকে বলে যে উনি মৃত্যুশয্যায় রয়েছেন। এটি সত্যি নয়, বিশ্বাস করুন। উনি ইনটেন্সিভ কেয়ারে নেই, সাধারণ বেডরুমে রয়েছেন। উনি মৃত্যুশয্যায় নেই, উনি চিকিৎসাধীন।"
বর্তমানে কোলন ক্যানসারে ভুগছেন পেলে, আর সেই কারণে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। শ্বাসযন্ত্রের সংক্রমণ পুরোপুরি সেরে উঠলেই তবে পেলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
এদিকে পেলের নাতি আর্থার অ্যারান্টেস ডো নাসিমেন্টো জানিয়েছেন, ফোনে পেলে বিশ্বকাপের ম্যাচগুলি নিয়ে যথেষ্ট আলোচনা করছেন। এছাড়া গ্রুপে ব্রাজিলের শেষ দুই ম্যাচে নেইমারকে মিস করেছেন পেলে। পাশাপাশি গোটা বিশ্ব থেকে যেভাবে তার সুস্থতা কামনার জন্য বার্তা এসেছেন, তাতে আপ্লুত পেলে।