আসন্ন এএফসি কাপে এই ভারতীয় দলের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইএসএলে রানার্স আপ হওয়ায় আসন্ন এএফসি কাপের প্লেঅফস পর্বে যোগ্যতা অর্জন করেছে এটিকে মোহনবাগান। আর এবার, এটিকে মোহনবাগানের এএফসি কাপের লড়াইয়ে সামনে পড়বে এই শক্তিধর ভারতীয় ক্লাব।
প্রকাশিত হল আসন্ন এএফসি কাপের মূলপর্বের গ্রুপ বিন্যাস। আর এই টুর্নামেন্টে কিছুটা সহজ গ্রুপই পেল গোকুলাম কেরালা এফসি।
দক্ষিণ জোনের গ্রুপ ডি-তে গোকুলাম কেরালার সাথে পড়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব পড়েছে। আর চতুর্থ ক্লাব হিসেবে আসবে দক্ষিণ জোনের প্লেঅফ জয়ী ক্লাব।
ফলে, যদি প্লেঅফ পর্ব জিতে যায় এটিকে মোহনবাগান, তাহলে গতবারের মত কার্যত একই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে তাদের। শুধু বেঙ্গালুরু এফসির জায়গায় তাদের বিরুদ্ধে খেলবে গোকুলাম কেরালা এফসি।
তবে প্লেঅফ পর্বে কাদের বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান, সেটি এখনও জানা যায়নি।
২০২০-২১ আইলিগে জয়ী হয় গোকুলাম কেরালা এফসি। এর জেরে আসন্ন এএফসি কাপের মূলপর্বে সরাসরি যোগ্যতা অর্জন করে কেরালার এই দল।