শ্রী সিমেন্ট-ইস্টবেঙ্গল কাজিয়ায় এল নয়া আশার আলো, সৌজন্যে এক ফোন কল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ক্লাবকে পরিশোধিত ফাইনাল এগ্রিমেন্ট পাঠিয়েছিল, যা দেখে অনেকেই ভেবেছিল, সমস্যা মেটার পথে। কিন্তু চুক্তিপত্রের দুটি শর্ত, অর্থাৎ ক্লাব লোগো-নাম-রঙের অধিকার ও ক্লাব তাঁবুর অধিকার বোর্ড অফ ডিরেক্টরসের হাতে থাকবে, এই দুই শর্ত মানতে রাজি ছিল না ক্লাবকর্তারা।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠক বসে, যেখানে ঠিক হয়, শ্রী সিমেন্টের ফাইনাল এগ্রিমেন্টে সই করবে না তারা। কিন্তু এই খারাপ খবরের মাঝে উঠে এল আশার আলো, যার সৌজন্যে ছিল একটি ফোন কল।
আর এই ফোন কলের জেরে ইস্টবেঙ্গল ক্লাবের আশা এখনও জারি রয়েছে। এই ফোন কল এসেছে সেই ব্যক্তিদের কাছ থেকে, যারা গত বছর আইএসএল খেলায় ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্টের মধ্যে মধ্যস্থতা করেছিল। জানা গিয়েছে, এই মধ্যস্থতাকারীরা ফোনে কর্তাদের জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে শ্রী সিমেন্ট, ইস্টবেঙ্গল কর্মকর্তা ও রিলায়েন্সের মধ্যে বৈঠকের আয়োজন করবে।
আর এই বৈঠকে বসার সম্মতি দিয়েছে কর্তারা। এবং সিদ্ধান্ত নিয়েছে, এই বৈঠকের পর আবারও কার্যকরী কমিটি একসাথে বসবে। আর সেখানেই নেওয়া হবে চুড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং আশা করা যায়, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ছবি পরিষ্কার হয়ে যাবে।