রোনাল্ডো আগেই জুভেন্টাস ছাড়লে ভালো করতেন! বড় দাবি প্রাক্তন সতীর্থ চিয়েলিনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ট্রান্সফার উইন্ডোতে সকলকে চমকে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফিরিয়ে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই ট্রান্সফারের জেরে যে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে জুভেন্টাসকে, তা স্বীকার করে নিলেন অভিজ্ঞ ডিফেন্ডার জর্জিও চিয়েলিনি।
বর্তমানে রোনাল্ডোর অনুপস্থিতিতে সিরি আতে বেশ অস্বস্তিতে রয়েছে জুভেন্টাস। ট্রান্সফার উইন্ডোর একেবারে শেষ মুহুর্তে রোনাল্ডো বেরিয়ে যাওয়ায় সেভাবে ভালো কোনও বদলি নিতে পারেনি জুভে। আর এর জেরে জুভেন্টাসের বড়সড় ক্ষতি হয়েছে, এমনটাই জানিয়েছেন চিয়েলিনি।
এই নিয়ে এক মিডিয়ার সাথে সাক্ষাৎকারে চিয়েলিনি বলেছেন, "আমরা সম্পর্কের এমন এক জায়গায় এসেছিলাম যেখানে ক্রিশ্চিয়ানো নতুন লক্ষ্যের জন্য এগোত এবং আমরা দল হিসেবে ওর জন্য খেলতাম, কারণ যখন ও এরকম দল পায়, তখন তা সফলতার চূড়ায় পৌঁছয়। এই সময়ে সেটিই প্রমাণ হয়েছে এবং এটিই ও আমাদের দেখিয়ে এসেছে। জুভেন্টাসে, এক নতুন যুগের প্রক্রিয়া শুরু হয়েছে। যদি রোনাল্ডো থেকে যেত, তাতে আরও বেশি গুরুত্ব বাড়ত, কিন্তু এটি স্বাভাবিক যে ও ভবিষ্যতের জায়গায় বর্তমানের কথা ভেবেছে।"
এদিকে রোনাল্ডোর বিদায়ে যে বড় ক্ষতি হয়েছে, সে নিয়ে চিয়েলিনি বলেন, "রোনাল্ডো ২৮ আগস্ট দল ছেড়েছে, অনেক ভালো হত যদি ও আগে ছেড়ে দিত। আমরা বড়সড় ক্ষতিতে পড়েছি, একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা পয়েন্ট নষ্টের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হয়েছি। যদি ও আগে যেত, তাহলে আমরা আরও আগে প্রস্তুত হতে পারতাম।"