ফিফার বিরুদ্ধে আইনি প্রতিবাদে নামার হুঁশিয়ারি জার্মানির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে চলেছে ২০১৪ চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু তার আগেই বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিল জার্মানি। কিন্তু কেন?
বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে ফিফার শাস্তির হুমকির জেরে ওয়ান লাভ আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় সাতটি ইউরোপীয় দেশ। এই সাত দেশ হল ইংল্যান্ড, ওয়েলস, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জার্মানি ও ডেনমার্ক। মূলত মানবাধিকার ও সমকামিতার প্রতি সমর্থনের জন্য এই আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েছিল সাত দেশ। কিন্তু কাতারে সমকামিতা নিষিদ্ধ থাকায় ফিফা সিদ্ধান্ত নেয়, নকআউট পর্ব থেকেই এই আর্মব্যান্ড পরতে পারবে দেশগুলি।
এবার দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, জার্মান ফুটবল সংস্থার মুখপাত্র স্টেফান সিমোন জানিয়েছেন, তারা ইতিমধ্যেই লুসানের কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে ফিফার এই সিদ্ধান্তের প্রতিবাদে কেস ফাইল করেছে। তিনি আশা করছেন, যাতে আদালত ফিফার সিদ্ধান্তকে বরখাস্ত করে এবং স্পেনের বিরুদ্ধে জার্মানির দ্বিতীয় ম্যাচে ওয়ান লাভ আর্মব্যান্ড পরে নামতে পারেন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।
এই নিয়ে স্টেফান সিমোন বলেছেন, "ফিফা আমাদের বাধা দিচ্ছে মানবাধিকার ও বৈচিত্র্য বিষয়ক প্রতীক ব্যবহার করার ক্ষেত্রে। তারা জানাচ্ছে যে এতে বড়সড় শাস্তি পেতে হতে পারে, কিন্তু তারা জানাচ্ছে না প্রকৃত কারণটি ঠিক কি? জার্মান সংস্থা জানতে চাইবে ফিফার এমন সিদ্ধান্ত আদৌ যুক্তিযুক্ত কিনা।"