জাপানের বিরুদ্ধে নামার আগে অভিনব প্রতিবাদ জার্মানির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জাপানের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২২ এর লড়াইয়ে নেমেছে জার্মানি। কিন্তু এই ম্যাচে নামার আগে টিম ফটোতে অভিনব প্রতিবাদে মাতল জার্মান দল। সেখানে খেলোয়াড়েরা তাদের মুখে হাত চাপা দিয়ে ছবি তোলে।
কিন্তু কেন? গত সোমবার সাত ইউরোপীয় দেশকে কার্যত বাধ্য হয়ে ওয়ান লাভ আর্মব্যান্ড পরা থেকে বিরত থাকতে হয়। কারণ ফিফার স্পষ্ট হুঁশিয়ারি ছিল, এই আর্মব্যান্ড পড়লে শাস্তি পেতে হবে দেশগুলিকে এবং যারা এই আর্মব্যান্ড পরবে তাদের হলুদ কার্ড দেখানো হবে।
এবার ফিফার এই হুমকির বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ করল জার্মানি দল। এমনকি, এই ম্যাচের দর্শক হিসেবে উপস্থিত থাকা জার্মানির সমাজ ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ন্যান্সি ফাসের এই আর্মব্যান্ড পরেছিলেন।
এই নিয়ে জার্মানি নিজেদের টুইটারে লিখেছে, "এটি কোনও রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল না। মানবাধিকার নিয়ে আলোচনার কোনও জায়গাই নেই, এটি নিয়ে কথা না বলার কোনও অর্থই নেই। কিন্তু এটি বিষয় নয়। আর সেই কারণে এই বার্তাটি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্মব্যান্ড না পরতে দেওয়ার অর্থ আমাদের মুখ বন্ধ করে দেওয়া। আমরা আমাদের অবস্থানে অটল থাকব।"
ওয়ান লাভ আর্মব্যান্ডের মাধ্যমে মানবাধিকার ও সমকামিতার সমর্থন দেখানোর বার্তা দিতে চেয়েছিল এই সাত ইউরোপীয় দেশ। কিন্তু কাতারে সমকামিতা নিষিদ্ধ থাকায় ফিফা এই আর্মব্যান্ড পরার ক্ষেত্রে কড়া ভূমিকা নেয়।