মুলারের গোলে বেঁচে গেল জার্মানি, লাটভিয়ার বিরুদ্ধে অল্পের জন্য রক্ষা পেল নেদারল্যান্ডস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দুই হেভিওয়েট জার্মানি ও নেদারল্যান্ডসকে বেশ নাকানি চোবানি খেতে হয়েছে। একদিকে রোমানিয়ার বিরুদ্ধে কোনওরকমে হার বাঁচাল জার্মানি, এদিকে লাটভিয়ার বিরুদ্ধে শেষ মুহুর্তে জয় পেল নেদারল্যান্ডস।
জার্মানি - ২ (সের্গেই গ্ন্যাবরি, টমাস মুলার)
রোমানিয়া - ১ (ইয়ানিস হাজি)
শুরু থেকেই জার্মানি খেলায় দাপট রেখেছিল, রোমানিয়ান অর্ধেই তারা বেশিরভাগ খেলে গিয়েছে। কিন্তু শুরুতে গোল করে দেয় রোমানিয়া। নবম মিনিটে আন্তোনিও রুডিগারের পায়ের তলা দিয়ে নিয়ে দুরন্ত শটে গোল করেন ইয়ানিস হাজি।
যদিও ৫২ মিনিটে মাটি ঘেঁষা শটে সমতা ফেরান সের্গেই গ্ন্যাবরি। এরপর কাই হাভের্তস ও লিওন গোরেতস্কা গোল করার কাছাকাছি এলেও কোনও লাভ হয়নি। শেষ পরিবর্ত হিসেবে নামা টমাস মুলার গোল করে জিতিয়ে দেন জার্মানিকে। গোরেতস্কার কর্নারে ট্যাপ ইনে গোল করে দেন বায়ার্নের এই তারকা।
আর এর জেরে হান্সি ফ্লিকের অধীনে চারটি ম্যাচেই জিতল জার্মানি। গ্রুপ জে তে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা, ছয় পয়েন্ট এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ম্যাসেডোনিয়া ও আর্মেনিয়ার থেকে।
নেদারল্যান্ডস - ১ (ডেভি ক্লাসেন)
লাটভিয়া - ০
দূর্বল লাটভিয়ার বিরুদ্ধে কোনওরকমে জয় হাসিল করেছে ডাচরা। ১৯ মিনিটে মেম্ফিস ডিপের কর্নার থেকে গোল করেন ডেভি ক্লাসেন। এরপর খেলায় মূলত আক্রমণ চালিয়ে যায় নেদারল্যান্ডস। স্টেফান ডে ভ্রিজ ও ডিপে দারুণ কিছু সুযোগ হাতছাড়া করে।
তবে লাটভিয়াও চাপ বাড়াতে থাকে নেদারল্যান্ডসের উপর। এদিকে স্টপেজ টাইমে লাটভিয়ার অসাধারণ একটি সুযোগ বাঁচিয়ে দেন ডাচ গোলকিপার জাস্টিন বিজলো। আর এর জেরে জিতে যায় নেদারল্যান্ডস।
কোচ লুই ভ্যান গালের অধীনে চার ম্যাচে তিনটি জয় পেল ডাচরা। আর এর জেরে গ্রুপ জিতে ১৬ পয়েন্ট নিয়ে এগিয়ে গেল নেদারল্যান্ডস।