ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল জার্মানির ২৬ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল ইতিহাসে চার বারের বিশ্বজয়ী দেশ জার্মানি আসন্ন ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য তাদের ২৬ জন সদস্যের দল ঘোষণা করেছে। চমকপ্রদ ভাবে দলে সুযোগ পেয়েছেন ২০১৪ ফুটবল বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা মারিও গোটজে। এছাড়াও আশঙ্কা কাটিয়ে দলে রয়েছেন ম্যানুয়েল নয়্যার। তবে এবারও চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মার্কো রিউস।
অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে এক ভারসাম্যপূর্ণ দল বানিয়েছেন জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক। ২০২২ ফুটবল বিশ্বকাপের গ্রুপ 'ই' তে রয়েছে জার্মানি। তাদের খেলতে হবে স্পেন, কোস্টা রিকা এবং জাপানের বিরুদ্ধে।
গোলকিপার- ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ
ডিফেন্ডার- আর্মেল বেল্লা কচাপ, মাত্থিয়াস জিন্টার, ক্রিস্টিয়ান গান্টার, থিলো কেহরের, লুকাস ক্লস্টারম্যান, ডেভিড রাউম, অ্যান্টনিও রুডিগার, নিকো স্ক্লোট্টারবেক, নিক্লাস সুলে
মিডফিল্ডার- জুলিয়ান ব্র্যান্ডট, লিওন গোরেটজকা, মারিও গোটজে, ইকায় গুন্ডোগান, জোসুয়া কিমিচ, জোনাস হফম্যান
ফরোয়ার্ড- থমাস মুলার, কারিম আদেয়েমি, কাই হ্যাভার্টজ, জামাল মুসিয়ালা, সার্জ গ্যানাব্রি, ইউসৌফা মোউকোকো, লেরয় সানে, নিকলাস ফুলক্রাগ