বায়ার্ন-পিএসজির অফার ছেড়ে এফসি বার্সিলোনায় যোগ দিচ্ছেন জর্জিনিও উইনাল্ডাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এফসি বার্সিলোনার কোচ রোনাল্ড কোয়েম্যানের শর্টলিস্টের অন্যতম বড় নাম ছিলেন লিভারপুলের তারকা ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইনাল্ডাম। এবার সেই টার্গেট পূরণ করতে চলেছে বার্সা।
জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজিও রোমানোর টুইট অনুযায়ী, তিন বছরের চুক্তিতে এফসি বার্সিলোনায় যোগ দিচ্ছেন জর্জিনিও উইনাল্ডাম। মঙ্গলবার বার্সিলোনায় আসেন উইনাল্ডামের এজেন্ট। এবং যা খবর, আগামী ২০২৪ সাল অবধি বার্সিলোনার সাথে চুক্তি সই করতে চলেছেন এই ডাচ তারকা।
জানা গিয়েছে, সের্জিও আগুয়েরোর মত কম বেতনে ফ্রি এজেন্ট হিসেবে বার্সায় যোগ দিচ্ছেন উইনাল্ডাম। যদিও বায়ার্ন মিউনিখ এবং পিএসজি আগ্রহ দেখিয়েছিল উইনাল্ডামকে পেতে, কিন্তু কোয়েম্যানের বার্তা পেয়ে বার্সায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উইনাল্ডাম।
আর এই ট্রান্সফার অত্যন্ত ভালো হতে চলেছে বার্সার জন্য। মাঝমাঠে ফ্রেঙ্কি ডি জংয়ের সাথে উইনাল্ডামের পার্টনারশিপ বেশ ভালো জমবে। পরিশ্রমী এই মিডফিল্ডার আক্রমণ ও ডিফেন্সে অত্যন্ত ভালো সামঞ্জস্য নিয়ে আসবেন কাতালান ক্লাবের জন্য।