হৃদযন্ত্রের সমস্যার জন্য AFCON এ নামতে পারেননি অবামেয়াং! দাবি নস্যাৎ করলেন গাবোনের কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনা পজিটিভ আসার জেরে আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON) এ গাবোনের প্রথম ম্যাচে নামেননি পিয়ের এমরিক অবামেয়াং। কিন্তু সুস্থ হওয়ার পরেও ঘানার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামেননি আর্সেনালের তারকা ফরোয়ার্ড।
ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে গাবোন ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের মেডিকাল কমিশন জানিয়েছিল, শারীরিক পরীক্ষার পর অবামেয়াং এবং তার দুই সতীর্থ অ্যাক্সেল মেয়ে ও মারিও লেমিনার শরীরে 'কার্ডিয়াক লেসিওনস' ধরা পড়েছে। যার ফলে ঘানার বিরুদ্ধে না নামার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে ফেডারেশনের এই দাবিকে নস্যাৎ করে দেন গাবোনের কোচ প্যাট্রিস নেভেউ। তিনি জানিয়েছেন, হৃদযন্ত্রে কোনও সমস্যাই হয়নি অবামেয়াংয়ের। স্রেফ ফেডারেশনের নির্দেশ মেনে এই তিন ফুটবলারকে নামাননি কোচ।
ম্যাচের পর নেভেউ বলেছেন, "পরীক্ষার ফলে, পুরো পরিষ্কার হয়ে যায় যে অবামেয়াংয়ের হৃদযন্ত্রে কোনও সমস্যা হয়নি। ও আর লেমিনা পিসিআর পরীক্ষায় পাশ করেছেন এবং দুজনেই নেগেটিভ এসেছেন। এরপর ওরা দ্বিতীয়বার পরীক্ষা নেন, আর তাতে ধরা পড়ে যে ফুটবলারদের কিছু শারীরিক সমস্যা রয়েছে।"
এদিকে অবামেয়াং নিজে খেলতে চেয়েছিলেন, কিন্তু ফেডারেশনের নির্দেশ মানতে বাধ্য হন নেভেউ। তিনি বলেছেন, "যখন আমরা খবর পাই, অবামেয়াং খেলতে চেয়েছিলেন। ও নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ফেডারেশনের ডাক্তাররা আমায় আবার নির্দেশ দেয়। তখন ওর বাবাকে এগিয়ে আসতে হয়েছিল। আমি জানি এটা ওকে খুব আঘাত করবে।"
যদিও, অবামেয়াংকে ছাড়াই ঘানার বিরুদ্ধে ড্র হাসিল করে গাবোন। গত ম্যাচে কোমোরোসকে ১-০ গোলে হারানোর জেরে নকআউট পর্বের দিকে আরও এগিয়ে গেল মধ্য আফ্রিকার এই দেশ।