৮৭ ম্যাচে ৪৮৩ গোল! ইতালি খুঁজে পেল ১৪ বছরের এক বিষ্ময় বালককে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে রয়েছে ইতালি। কিন্তু ২০১৮ ও ২০২২, গত দুই বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবং এর অন্যতম কারণ হল, ভালো ফরোয়ার্ড না থাকা।
আর এই পরিস্থিতিতে ইতালীয় ফুটবলে বিস্ফোরণ ঘটাচ্ছেন মাত্র ১৪ বছর বয়সী এক ফরোয়ার্ড। যার নাম ফ্র্যানসেস্কো কামারডা। ঐতিহ্যশালী ক্লাব এসি মিলানের হয়ে যুব পর্যায়ে ৮৭টি ম্যাচে ৪৮৩টি গোল করেছে কামারডা।
মাত্র ১৪ বছর বয়স হলেও ইতিমধ্যেই এসি মিলানের অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে কামারডা। সোলবিয়াতেসের বিরুদ্ধে প্রীতি ম্যাচে জোড়া গোল করে কামারডা দেখিয়ে দিয়েছে, অনুর্ধ্ব ১৯ পর্যায়ে খেলতে সে সক্ষম।
এই কামারডার সন্ধান দেন ইতালির এক ফুটবল স্কাউট সিয়াবোলাতা মরবিডা, যিনি নিজের টুইটার পেজে কামারডার খেলার ভিডিও ও পরিসংখ্যান পোস্ট করেছেন। ২০১৭-১৮ মরশুমে ৪০ ম্যাচে ২৪৭টি গোল করেছেন কামারডা। এরপর ২০১৮-১৯ মরশুমে ৩১ ম্যাচে ১৭২ গোল এবং ২০১৯-২০ মরশুমে ১৬ ম্যাচে ৬৪ গোল করেছে এই বিষ্ময় বালক।
এদিকে ইতালির অনুর্ধ্ব ১৫ দলে সুযোগ পেয়েই চমকে দিয়েছে কামারডা। লাটভিয়ার বিরুদ্ধে মাত্র ২৩ মিনিটে হ্যাটট্রিক করেছে সে।
কামারডার খেলা অনেকটাই মনে করিয়ে দেবে সুপারস্টার ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমাকে। মাত্র ১৪ বছর বয়স হলেও উচ্চতায় ছয় ফুট এবং ওজন ৬২ কেজি, যা একজন ফরোয়ার্ডের জন্য উপযুক্ত। এবং এই বিষ্ময় বালককে পেতে আগ্রহ দেখাতে শুরু করেছে ইউরোপের বড় বড় ক্লাব। যদিও এসি মিলানের ভক্ত কামারডা নিজের ক্লাব ছাড়বেন কিনা, সন্দেহ রয়েছে।