"আমরা ওঁকে পাল্টা দেওয়ার চেষ্টা করবো"- মেসির প্রতি স্পষ্ট বার্তা ফ্রান্স কোচ দিদিয়েরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ থিও হার্নান্ডেজ এবং কোলো মুয়ানির গোলে মরক্কোর বিরুদ্ধে ২-০ জয়, গত বিশ্ব চ্যাম্পিয়নদের পৌছে দিয়েছে আরও একটি বিশ্বকাপ ফাইনালে। সামনেই রয়েছে ৬০ বছরের পুরনো ব্রাজিলের রেকর্ড ছোঁয়ার সুবর্ণ সুযোগ। পর পর দুটি বিশ্বকাপ জিতে কি সোনালি ইতিহাসে নিজেদের নাম খোদাই করতে পারবে এমবাপ্পে, জিরু, গ্রিজমানরা?
এর উত্তর পাওয়া যাবে ১৮ ই ডিসেম্বর। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেসচ্যাম্প বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করে আনন্দের সাথে-সাথে বেশ সতর্কও। কারণ বিশ্বকাপ ফাইনালে তার দলের সামনে যে সে দল নয় সাক্ষাৎ লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসির দুর্ধর্ষ ফর্মে বিফলে গেছে তাবড়-তাবড় কোচেদের ফর্মেশন-ট্যাকটিক্স।
সেমিফাইনাল ম্যাচ শেষে দিদিয়ের সাংবাদিকদের সামনে এসে মেসিকে সমীহ করে ফাইনালে প্রস্তুতির কথা জানিয়েছেন।
মরক্কো ম্যাচ জিতে ফ্রান্স কোচ বলেছেন, "আমি খুবই গর্বিত। বিশ্বকাপ ফাইনালের যোগ্যতা অর্জন করা অসাধারণ ব্যাপার, তবে এটি কোনো সহজ জয় ছিলনা।"
এর সাথে দিদিয়ের যোগ করেছেন, " আমাদের প্রয়োজন ছিল দক্ষতা, অভিজ্ঞতা এবং টিম স্পিরিটের মিশ্রণ। আমি আমার খেলোয়াড়দের খেলায় স্বতঃস্ফূর্ত এবং গর্বিত।"
ফাইনালে প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। সেই বিষয় দেসচ্যাম্প বলেছেন, "মেসি টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন।"
চার বছর আগে বিশ্বকাপের রাউন্ড অফ ১৬য় আর্জেন্টিনাকে হারিয়েছিল ফ্রান্স। আবারও তারা একে অপরের মুখোমুখি হতে চলেছে। দিদিয়ের বলেছেন, "চার বছর আগে বিষয়টি অন্য ছিল। তখন মেসি একা ফরোয়ার্ডে খেলতেন। এখন তিনি দুই ফরোয়ার্ডে খেলছেন কিংবা স্ট্রাইকারের একটু পিছন থেকে খেলছেন।"
সবশেষে মেসিকে সমীহ করে ফ্রেঞ্চ কোচ বলেছেন, "মেসি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি দারুণ ফর্মে রয়েছেন। আমরা চেষ্টা করবো তাঁর আক্রমণের প্রতিআক্রমণ করার। আমরা ওঁকে পাল্টা দেওয়ার চেষ্টা করবো। ঠিক একই ভাবে আর্জেন্টিনা দলও আমার কিছু খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করবে।"