আর্জেন্টিনার থেকে কেড়ে নেওয়া হোক বিশ্বকাপ, ফের ফাইনাল খেলার দাবি ফ্রান্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ১৮ ডিসেম্বর, লুসাইল স্টেডিয়ামে দুর্ধর্ষ ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। আর এই নিয়ে আর্জেন্টিনা সহ গোটা বিশ্বজুড়ে উৎসব চলছে।
তবে এই উৎসবের মাঝেই ক্ষোভ প্রকাশ করছেন ফরাসিরা। ফাইনালে নাকি অন্যায়ভাবে হারানো হয়েছে তাদের মাতৃভূমিকে। আর সেই কারণে এবার আর্জেন্টিনার কাছ থেকে বিশ্বখেতাব কেড়ে নিয়ে আবারও এই ফাইনাল ম্যাচ খেলার দাবি করলেন ফরাসিরা।
গত শুক্রবার অবধি, প্রায় দুই লক্ষ ফরাসি একটি পিটিশনে সই করেছেন, যেখানে বলা হয়েছে যে পুনরায় এই ফাইনাল খেলানো হোক। মূলত আর্জেন্টিনার প্রথম দুটি গোল নিয়েই উঠছে প্রশ্ন।
আর্জেন্টিনার প্রথম গোলের ক্ষেত্রে যে পেনাল্টি দেওয়া হয়েছে, সেটিকে অন্যায্য দাবি করছেন ফরাসিরা। আর দ্বিতীয় গোলটি হওয়ার আগে কিলিয়ান এমবাপ্পের উপর ট্যাকল করেন ক্রিশ্চিয়ান রোমেরো, যা ফাউল দেওয়া উচিত ছিল। ফাউল দিলে তাহলে হয়ত আর্জেন্টিনা দ্বিতীয় গোলটি হত না।
আর এক্ষেত্রে পোলিশ রেফারি সিমোন মারসিনিয়াককে ভিলেন বানিয়ে দিয়েছেন ফরাসিরা। যদিও গোটা বিশ্ব ফাইনালে মারসিনিয়াকের খেলা পরিচালনাকে প্রশংসা করেছেন।
কিন্তু প্রশ্ন হল, তাহলে কি ফরাসিদের এই বড় প্রতিবাদ কি শুনবে ফিফা?