দুর্ধর্ষ ফ্রান্স বনাম প্রত্যয়ী মরক্কো - কি একাদশে সেমির মহারণে নামবে এই দুই দেশ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। এক দিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে রুপকথার সফর সারা মরক্কো, যারা হারিয়েছে বেলজিয়াম, পর্তুগাল ও স্পেনের মত শক্তিশালী দেশকে।
এই পরিস্থিতিতে এই ম্যাচে নামার আগে চোট ও কার্ড সমস্যায় ভুগছে দুই দলই। এমন অবস্থায় প্রথম একাদশ বানানো সমস্যার হবে ওয়ালিদ রেগ্রাগুই ও দিদিয়ের দেশঁর।
মরক্কোর সব থেকে বড় ধাক্কা হল অধিনায়ক ও ডিফেন্ডার রোমান সাইসকে না পাওয়া। পর্তুগাল ম্যাচে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন তিনি। এছাড়া ডিফেন্সে আর এক ভরসা নায়েফ আগুয়ের্দেরও চোট সারেনি। এদিকে পর্তুগাল ম্যাচে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না ফরোয়ার্ড ওয়ালিদ চেদিরা।
তবে পর্তুগাল ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেও ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের জন্য তৈরি তারকা মরক্কান উইঙ্গার হাকিম জিয়েচ।
এদিকে ফ্রান্সের কথা বললে, আদিয়েন র্যাবিওট ও দায়োট উপামেকানো অসুস্থতার কারণে এই ম্যাচ মিস করতে পারেন। মঙ্গলবার অনুশীলনে আলাদা করে অনুশীলন করছিলেন এই দুই ফুটবলার।
এই পরিস্থিতিতে রাবিওটের জায়গায় ইউসুফ ফোফানা এবং উপামেকানোর জায়গায় ইব্রাহিমা কোনাটেকে নামাতে পারেন দিদিয়ের দেশঁ।
ইয়াসিন বোনো (গোলকিপার), আচরাফ হাকিমি, জাওয়াদ এল ইয়ামিক, আচরাফ দারি, নৌসাইর মাজরাউই, আজেদিন উনাহি, সোফিয়ান আমরাবাত, সেলিম আমালাহ, হাকিম জিয়েচ, ইউসেফ এন-নেসেইরি, সোফিয়ান বুফাল।
হুগো লরিস (গোলকিপার), থিও হার্নান্ডেজ, ইব্রাহিমা কোনাটে, রাফায়েল ভারানে, জুলস কুন্ডে, ইউসুফ ফোফানা, অরেলিয়েন চুয়ামেনি, আতোয়াঁ গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরু, উসমান ডেম্বেলে।