অবৈধ গোল পেয়েছে ফ্রান্স! দাবি স্বয়ং বিশ্বকাপ ফাইনাল খেলানো রেফারির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল সম্পন্ন হয়েছে প্রায় এক সপ্তাহ হতে যায়। মেসির আর্জেন্টিনা জিতে নিয়েছে বিশ্ব সেরার শিরোপা। তবে ফাইনালের এক সপ্তাহ পরেও বিশ্বকাপের আমেজ এখনও যায়নি মানুষের মধ্যে থেকে। এর সাথে যায়নি বিশ্বকাপ নিয়ে বিতর্ক-বিবাদও।
সম্প্রতি ফ্রান্স সংবাদ মাধ্যম লা ইকুঁয়েপ বিশ্বকাপ ফাইনাল খেলানো রেফারি মার্সিনিয়াকের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। এর পরেই ক্ষোভে ফেটে পরে ফ্রান্স জনগন। ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনা ভুল গোল পেয়েছে, মেসি গোল দেওয়ার আগেই মাঠে ঢুকে পরেছিলেন রিজার্ভ বেঞ্চে থাকা আর্জেন্টাইন খেলোয়াড়রা। তাই রি-ম্যাচ করাতে হবে। এমনই দাবিতে দুই লাখেরও বেশি মানুষ পিটিশন সই করে।
তবে বিতর্কের শেষ এখানেই নয়। রেফারি মার্সিনিয়াক এবার নিজে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে মুখ খুলেছেন সংবাদ মাধ্যমের সামনে। পোল্যান্ডে ফিরে গিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলানো রেফারি মার্সিনিয়াক কিছু ফুটেজ দেখিয়ে বলেছেন এমবাপের করা গোলটি অবৈধ ছিল। তাঁর গোল হওয়ার আগেই ফ্রান্সের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা মাঠে ঢুকে যায়।
নিজের পরিচালিত ম্যাচে অবৈধ গোল হয়েছে, এমন বক্তব্য হয়ত এর আগে কোনো রেফারিই বলেননি। অন্যদিকে ফরাসিদের দাবি, যে ফুটেজ মার্সিনিয়াক দেখিয়েছেন সেটি নাকি ভুল, ফুটেজটি কোলো মুয়ানির শেষ মুহূর্তের গোলের সুযোগ নষ্টের ছবি।