ইতিহাস রোনাল্ডোর! হাড্ডাহাড্ডি ম্যাচে ফ্রান্সকে রুখে দিল পর্তুগাল

পর্তুগাল - ২ (ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - ২ পেনাল্টি - ২)
ফ্রান্স - ২ (করিম বেঞ্জেমা - ২ পেনাল্টি - ১)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জার্মানির কাছে চার গোল খাওয়ার পরে অনেকেই ভেবেছিল, পর্তুগালের মানসিক স্থিতি অনেকটাই ভেঙে পড়বে। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে যে ফোকাসড ফুটবল খেলল পর্তুগাল, তা সত্যিই অনবদ্য। ফ্রান্সের দুরন্ত আক্রমণের বিরুদ্ধে সমানে সমানে লড়াই চালিয়েছে রোনাল্ডোরা।
শুরু থেকে দুই দল আক্রমণাত্মক ছিল। নিজেদের গতির মাধ্যমে পর্তুগিজ ডিফেন্সকে খুলে দিচ্ছিলেন এমবাপ্পে-বেঞ্জেমারা। কিন্তু পর্তুগালও আক্রমণ জারি রেখেছিল। ২৭ মিনিটে অকস্মাৎভাবে ড্যানিলোকে আঘাত হানেন ফরাসি গোলকিপার হুগো লোরিস, আর এর জেরে পেনাল্টি পায় পর্তুগাল।
পেনাল্টি থেকে পর্তুগালকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু প্রথমার্ধের শেষে পেনাল্টি পায় ফ্রান্স। বক্সের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করেন নেলসন সেমেদো। পেনাল্টি থেকে ফ্রান্সকে সমতায় আনেন করিম বেঞ্জেমা।
দ্বিতীয়ার্ধে একইভাবে আক্রমণ শুরু করে দুই দলই। ৪৭ মিনিটে পল পোগবার দুরন্ত থ্রু পাসে গোল করেন করিম বেঞ্জেমা। যদিও শুরুতে সেই গোল অফসাইডের জন্য বাতিল করা হলেও ভিএআরে তা গোল দেওয়া হয়। তবে ৬০ মিনিটে আবারও পেনাল্টি পায় পর্তুগাল। বক্সে রোনাল্ডোর শট হাতে লাগান কুন্ডে, আর পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এরপর পর্তুগালকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলকিপার রুই প্যাত্রিসিও। অসাধারণ কিছু সেভ করেন তিনি। পর্তুগাল চাপে ছিল কারণ ফ্রান্সের কাছে হারলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে তারা, যেহেতু হেড টু হেডে এগিয়ে রয়েছে জার্মানি।
ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচে দুই গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করার রেকর্ড গড়ার ক্ষেত্রে ইরানের আলি দায়েরের সাথে রয়েছেন রোনাল্ডো। দুজনেই ১০৯টি গোল করেছেন। এদিকে গ্রুপের শীর্ষে থেকে শেষ করল ফ্রান্স, যেখানে তৃতীয় স্থানে থেকে শেষ ষোলোয় উঠল পর্তুগাল।
রাউন্ড অফ ষোলোয় সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ফ্রান্স, এদিকে বেলজিয়ামের বিরুদ্ধে হেভিওয়েট লড়াইয়ে নামবে পর্তুগাল।