মরক্কোর কঠিন ডিফেন্স ভাঙাই লক্ষ্য: দিদিয়ের দেশঁ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বকাপে মরক্কো জায়েন্ট কিলার। স্পেন পর্তুগালের মত দলকে হারিয়ে সেমিফাইনালে এসেছে। রক সলিড ডিফেন্স রয়েছে সঙ্গে। আগে গোল করে ফেললে কিভাবে লিড ধরে রাখা যায় দেখিয়ে দিয়েছে তারা। এবার তাদের মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মরক্কোর স্বপ্নের দৌড় কি শেষ করতে পারবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা?
ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ বলছেন, "অসম্ভব কিছু নেই। নিশ্চই কিছু সূত্র বার করে ফেলব আমরা, কিছু গোল করতে পারবো। তবে শুধু ডিফেন্স নয়, দারুন একটা দল রয়েছে মরক্কোর সঙ্গে তাই বিশ্বকাপের এই পর্যায়ে এসেছে তারা। "
" মরক্কো দলে বেশ কিছু ভালমানের প্লে মেকার আছে। খুব কাছ থেকে ওদের খেলা দেখে পর্যবেক্ষণ করেছি। আমরা কিছু সমাধান খুঁজেছি। গোল করার ক্ষেত্রে বাধা হবেনা কিছুই, আমরা পারবো ওদের ডিফেন্স ভাঙতে।"
পল পোগবা, করিম বেনজেমারা নেই। বিশ্বকাপ জয়ী চার বছর আগের দলের সঙ্গে কোন তুলনায় যেতে চাইলেন না তিনি। বললেন, "আমাদের দল যথেষ্ট ভারসাম্য পূর্ন দল।"
মরক্কো কোচকে ঢেলে প্রশংসা করলেন দিদিয়ের দেশঁ। বললেন, "ওয়ালিদ দারুন ফর্মেশনে ফুটবল দেখাচ্ছেন। দারুন একটা জার্নি রয়েছে তার সঙ্গে, আমরা মন দিয়ে দেখেছি মরক্কোর খেলা। "
ম্যাচ নিয়ে ফরাসি কোচ বলে দিলেন, " বল পজিশন রেখে ফুটবল খেলব। তারমানে এই নয় সুযোগ তৈরি করব না। সুযোগ তৈরি করবো সেগুলো কে গোলে পরিণত করতে হবে"।