এমবাপ্পে পার্থক্য গড়বেন, ইংল্যান্ডের বিরুদ্ধে মহাযুদ্ধের আগে আস্থা রাখছেন দিদিয়ের দেশঁ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার ফিফা বিশ্বকাপের অন্যতম সেরা মহারণ আয়োজিত হবে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিধর দেশ ইংল্যান্ড ও ফ্রান্স।
গত বিশ্বকাপের বিজয়ী ফ্রান্স চাইবে নিজেদের শিরোপা ধরে রাখতে, আর তা করতে তাদের হারাতে হবে ইংল্যান্ডকে। তবে এই মহারণে নামার আগে চাপ নিতে চাইছেন না ফরাসি দলের হেড কোচ দিদিয়ের দেশঁ।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দেশঁ বলেছেন, "আমরা শান্ত এবং ধৈর্যশীল। তবে হ্যাঁ, এটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, তবে এই নিয়ে চিন্তার কিছু নেই। দলে কেবল খুশি রয়েছে, স্বস্তি রয়েছে, এবং সেমি ফাইনালে যাওয়ার লক্ষ্য রয়েছে।"
দুই দেশের খেলাই অত্যন্ত গতিশীল। আর এই পরিস্থিতিতে গতি নিঃসন্দেহে একটি বড় ফ্যাক্টর। এই নিয়ে দেশঁ বলেছেন, "গতি প্রায়শই পার্থক্য গড়ে দেয়। যখন আপনি দ্রুত এগোন, প্রতিপক্ষের কাছে অল্প সময় থাকে নিজেদের গুছিয়ে নেওয়ার, যদিও গোল করার জন্য শুধু গতির দরকার হয় না। এই ইংরেজ দল অত্যন্ত সফল ট্রানজিশন করার বিষয়ে, তাদের মোট গোলের অর্ধেক পরিমাণ এসেছে এভাবে। তবে শুধু গতি দিয়ে কাজ হবে না, অন্যান্য বিষয়গুলিও কাজে লাগাতে হবে। এবং তারা সেটপিসেও গোল করতে সক্ষম।"
তবে এই ফরাসি দল কি বড্ড বেশি এমবাপ্পে নির্ভর? এই নিয়ে ফ্রান্সের হেড কোচ বলছেন, "আমি আশা করছি ইংল্যান্ড ওর (এমবাপ্পে) বিরুদ্ধে পরিকল্পনা করেছে, যেমনটা আমাদের আগের চার প্রতিপক্ষ করেছে। এর পরেও, কিলিয়ানের ক্ষমতা রয়েছে পার্থক্য গড়ে দেওয়ার। গত ম্যাচেও, যেখানে ও নিজের সেরা ফর্মে ছিল না, সেখানেও তফাৎ গড়ে দিয়েছিল। কিলিয়ান সব সময় কিলিয়ানই থাকবে, যেখানে ও সব সময় তফাৎ গড়বে।"