মরক্কোর রুপকথার সফরকে শেষ করে ফাইনালের টিকিট কাটল ফ্রান্স

ফ্রান্স - ২ (থিও হার্নান্ডেজ, রান্ডাল কোলো মুয়ানি)
মরক্কো - ০
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যতক্ষণ ছিল, ততক্ষণ ভালই ছিল। কিন্তু সব ভালোরই অবসান ঘটে। আর সেটিই হল বুধবার। ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা রুপকথার সফর শেষ হল। সেমি ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল ফ্রান্স।
চলতি টুর্নামেন্টের অসাধারণ ডিফেন্স রাখা মরক্কো ম্যাচের শুরুতেই গোল খেয়ে যায়। পাঁচ মিনিটের কিলিয়ান এমবাপ্পের শট ডিফ্লেক্ট হয়ে এসে পড়ে থিও হার্নান্ডেজের পায়ে, যিনি গোল করতে কোনও ভুল করেননি।
এরপর ১৭ মিনিটে অলিভিয়ের জিরু গোল করার সুবর্ণ সুযোগ পেলেও বারে মারেন। তবে মরক্কো সমতায় ফেরার জন্য আক্রমণে ঝড় তোলে। ৪৫ মিনিটে বাইসাইকেল কিকে পোস্টে মারেন এল ইয়ামিক।
এরপর দ্বিতীয়ার্ধে মরক্কো ফ্রান্স রক্ষণে বেশ চাপ বাড়ায়। বারবার দুই উইং থেকে ঢুকে ক্রস বাড়ালেও গোল আর আসে না মরক্কোর।
এদিকে ৭৯ মিনিটে খেলার গতির বিপরীতে গোল পেয়ে ম্যাচ নিজেদের হাতে করে নেয় ফ্রান্স। ৭৯ মিনিটে চারজন ডিফেন্ডারের চক্রব্যূহ পেরিয়ে বক্সে পাস বাড়ান এমবাপ্পে, যা পেয়ে গোল করেন পরিবর্ত হিসেবে নামা রান্ডাল কোলো মুয়ানি। পরিবর্ত হিসেবে নামার ৪৪ সেকেন্ডের মধ্যে নিজের প্রথম টাচে গোল করেন কোলো মুয়ানি।
আর এর জেরে খেলার গতিপথ একপ্রকার নিশ্চিত হয়ে যায়। তবুও মরক্কো আরও একটি চমক ঘটানোর চেষ্টা করে যায়। ইঞ্জুরি টাইমে আজেদিন উনাহির শট গোললাইনে সেভ করেন জুলস কুন্ডে। আর শেষ অবধি ফ্রান্স এই ম্যাচে জয়লাভ করে।