দুর্ধর্ষ ম্যাচে ইংল্যান্ডকে মাত দিল ফ্রান্স, ইতিহাস ছোঁয়ার দিনে ভিলেন হ্যারি কেন

ইংল্যান্ড - ১ (হ্যারি কেন - পেনাল্টি)
ফ্রান্স - ২ (অরেলিয়েন চুয়ামেনি, অলিভিয়ের জিরু)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একেই যেন বলে সেয়ানে সেয়ানে লড়াই। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, অন্যদিকে গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের রানার্স ইংল্যান্ড - আর এই হেভিওয়েট লড়াই সত্যই যথার্থতা পেল এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।
কিন্তু স্রেফ সুযোগের সদ্ব্যবহার করে ইংল্যান্ডকে হারিয়ে দিল ফ্রান্স। এবং দেশের যুগ্ম সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরেই পেনাল্টি মিস করে ভিলেন হয়ে গেলেন খোদ ইংরেজ অধিনায়ক হ্যারি কেন।
শুরু থেকে ফ্রান্স বেশ আক্রমণাত্মক শুরু করেছিল। এবং সেই আক্রমণের ফল আসে ১৭ মিনিটে। বামদিক থেকে কিলিয়ান এমবাপ্পে বল বাড়ান আতোয়াঁ গ্রিজমানের উদ্দেশ্যে, যিনি বল সাজিয়ে দেন অরেলিয়েন চুয়ামেনির উদ্দেশ্যে। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন চুয়ামেনি।
এরপর ইংল্যান্ড একেবারে চেপে বসে ফ্রান্সের উপর। বুকায়ো সাকা, জুড বেলিংহামরা বেশ চাপ বাড়ায়। কিন্তু প্রথমার্ধে চুয়ামেনির গোলেই এগিয়ে থাকে ফ্রান্স।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইংল্যান্ড আক্রমণের ঝড় চালায়। ৫২ মিনিটে চুয়ামেনি বক্সের মধ্যে ফাউল করেন সাকাকে, যার ফলে রেফারি পেনাল্টি দেয়। আর পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান হ্যারি কেন।
গোল করার পরেও ইংল্যান্ড নিজেদের দাপট অব্যাহত রাখে। তবে ফ্রান্সও বারবার আক্রমণে ওঠার চেষ্টা করে। ৭৮ মিনিটে গ্রিজম্যানের ক্রসে হেড করে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অলিভিয়ের জিরু।
এরপর ৮১ মিনিটে আবারও সুযোগ পায় ইংল্যান্ড। বক্সের মধ্যে মেসন মাউন্টকে ধাক্কা মেরে ফেলেন থিও হার্নান্ডেজ। রেফারি প্রাথমিকভাবে খেলা চালিয়ে গেলেও ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কেন। জোরে শট মারতে গিয়ে উপরে মেরে দেন ইংরেজ অধিনায়ক।
এবং শেষ অবধি নিজেদের লিড বজায় রেখে সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করল ফ্রান্স। এবং নিজেদের বিশ্ব খেতাব ধরে রাখার আশা জিইয়ে রাখল ফ্রান্স।