ফিফা বিশ্বকাপ ২০২২ : ঘোষিত হল ফ্রান্সের ২৫ সদস্যের দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে ফ্রান্স জাতীয় দল আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য নিজেদের ২৫ সদস্যের দল ঘোষণা করল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের দল অনেকটাই শক্তিশালী এবং ভারসাম্যযুক্ত।
যদিও চোটের কারণে বেশ কিছু তারকা খেলোয়াড় বাদ পড়েছেন। জুভেন্টাসের সুপারস্টার মিডফিল্ডার পল পোগবা এবং চেলসির তারকা মিডিও এনগোলো কান্তে চোটের জন্য বাইরে। এছাড়া বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফেরল্যান্ড মেন্ডি।
এদিকে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ সেনশেসন এডুয়ার্ডো কামাভিঙ্গা ও অরেলিয়েন চুয়ামেনি। চোট থাকা সত্ত্বেও দলে রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল ভারানে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ও করিম বেঞ্জেমার জুটিতে ফ্রান্সের আক্রমণ এবার যথেষ্ট শক্তিশালী। কোচ দিদিয়ের দেশঁ ও অধিনায়ক হুগো লরিসের লক্ষ্য থাকবে, নিজেদের বিশ্ব খেতাব ধরে রাখার।
গোলকিপার - হুগো লরিস, আলফান্সে আরিওলা, স্টিভ মান্দান্দা।
ডিফেন্ডার - লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, প্রেস্নেল কিম্পেম্বে, ইব্রাহিমা কোনাটে, জুলস কৌন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম স্যালিবা, ডায়োট উপামেকানো, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার - এডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, ম্যাটেও গুয়েন্ডোজি, অ্যাড্রিয়েন র্যাবিওট, অরেলিয়েন চুয়ামেনি, জর্ডান ভেরটুট।
ফরোয়ার্ড - করিম বেঞ্জেমা, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরু, আতোয়াঁ গ্রিজমান, ক্রিস্টোফার এনকুকু, কিংসলে কোমান, উসমান ডেম্বেলে।