এফসি গোয়ার বাড়ছে করোনার সংক্রমণ, স্থগিত হতে পারে নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার সংক্রমণ বেড়েই চলেছে আইএসএলে। এবার করোনার আক্রমণ ঘটল এফসি গোয়া শিবিরে। জানা গিয়েছে, মোট চারজন ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা সংক্রমিত হয়েছেন।
আর এর জেরে শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটি স্থগিত হতে পারে। এর আগেও গোয়ার শিবিরে করোনা সংক্রমণ হাজির হয়েছিল। তবে কড়া আইসোলেশনের জেরে ম্যাচ জারি রেখেছিল তারা। কিন্তু নর্থইস্ট ম্যাচের আগের দিন করোনা সংক্রমণের জেরে ম্যাচ স্থগিতের বড় সিদ্ধান্ত নিতে পারে আয়োজকরা।
এদিকে এটিকে মোহনবাগানের শিবিরে করোনা সংক্রমণের ভিত্তিতে আদৌ বেঙ্গালুরু ম্যাচ স্থগিত হবে কিনা, সে নিয়ে আলোচনা চলছে। কিন্তু আইএসএলের জৈব বলয়ে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, এ নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় ফুটবল মহলে।