প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার বীর বাহাদুর...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ৭৫ বছর বয়সে মারা গেলেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার বীর বাহাদুর। কোমায় ছিলেন তিনি। বর্তমান তাঁর দুই ছেলে ও এক কন্যা।
আক্রমণভাগে খেলতেন তিনি। পায়ে গোলার মত শট ছিল ওনার। ভারতীয় দল ছাড়াও, তিনি খেলেছেন সার্ভিসেসে।
তাঁর বাড়ির পাশে থাকতেন কলকাতা ময়দানে বড় দল খেলা প্রাক্তন ফুটবলার ভিক্টর অমলরাজ। তাঁর মৃত্যুতে ভেঙে পড়ছেন তিনি। সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবারের প্রতি।