প্রয়াত অলিম্পিয়ান ভারতীয় ফুটবলার সৈয়দ শাহিদ হাকিম, পাঁচ দশক ভারতীয় ফুটবলের সেবা করেছেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৯৬০ রোম অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের সদস্য তথা কিংবদন্তী কোচ সৈয়দ আব্দুল রহিমের পুত্র সৈয়দ শাহিদ হাকিম রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গুলবার্গের এক হাসপাতালে মারা গিয়েছেন এই অলিম্পিয়ান। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন হাকিম সাহেব, যার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ভারতীয় ফুটবলের সাথে জুড়ে ছিলেন দ্রোণাচার্য পুরষ্কার জয়ী হাকিম। খেলোয়াড়ি জীবনে একজন সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় খেলতেন হাকিম। কিন্তু ১৯৬০ রোম অলিম্পিকে দলে জায়গা পেলেও প্রথম একাদশে সুযোগ পাননি, যেখানে জাতীয় দলের কোচ ছিলেন স্বয়ং তার পিতা রহিম সাহেব। এছাড়া ১৯৬২ এশিয়ান গেমস থেকেও বাদ পড়েছিলেন তিনি।
পুরোনো আমলের ফুটবলপ্রেমীদের মতে, হাকিম কিছুটা অভাগাই ছিলেন জাতীয় দলে সেভাবে সুযোগ না পাওয়ার জন্য। হাফব্যাকেও খেলতে সক্ষম ছিলেন হাকিম, কিন্তু সেই সময় রাম বাহাদুর, মারিয়াপ্পা কেম্পিয়া, প্রশান্ত সিনহা কিংবা ফ্র্যাঙ্কোর মত কিংবদন্তিদের উপস্থিতিতে জায়গাই পাননি হাকিম।
১৯৮২ এশিয়ান গেমসে পিকে ব্যানার্জির সহকারী কোচের ভূমিকা পালন করেছিলেন হাকিম। এছাড়া মারডেকায় এক টুর্নামেন্টে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কোচ হয়ে শক্তিশালী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিলেন হাকিম সাহেব। শেষবার ২০০৪-০৫ মরশুমে অবলুপ্ত বেঙ্গল মুম্বই এফসি দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন হাকিম সাহেব।
হাকিম সাহেব একজন ফিফা স্বীকৃত আন্তর্জাতিক রেফারি ছিলেন। একাধিক এশিয়ান ক্লাব কাপ ম্যাচে রেফারিং করিয়েছেন। এছাড়া স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার রিজিওনাল ডিরেক্টর ছিলেন হাকিম। ভারতীয় বিমানবাহিনীর প্রাক্তন স্কোয়াড্রন লিডার হাইম ২০১৭ অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগে স্কাউটিংয়ে প্রোজেক্ট ডিরেক্টর ছিলেন।