চুক্তিপত্রে পরিবর্তন প্রয়োজন! শ্রী সিমেন্টের ফাইনাল এগ্রিমেন্ট দেখে মত সম্বরণ ব্যানার্জির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রী সিমেন্ট প্রদত্ত ফাইনাল এগ্রিমেন্টের বিষয়ে কেন ইস্টবেঙ্গল কর্মকর্তাদের মতবিরোধ রয়েছে, সে নিয়ে ছবিটা আরও পরিষ্কার হল। কয়েক দিন আগে ক্লাবের সচিব কল্যাণ মজুমদার বার্তা দিয়েছিলেন প্রাক্তন খেলোয়াড়দের ক্লাবে এসে ফাইনাল এগ্রিমেন্ট দেখে যাওয়ার জন্য।
আর সেই চুক্তিপত্র দেখে নিজের মত প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি। একটি বিবৃতি প্রকাশ করে তিনি নিজের যাবতীয় মতামত প্রকাশ করেছেন। আর সেই বিবৃতির সারমর্ম থেকে বোঝা যাচ্ছে, শ্রী সিমেন্টের এই চুক্তিপত্রে পরিবর্তন দরকার।
নিজের বিবৃতিতে সম্বরণ ব্যানার্জি মূলত চুক্তিপত্রের তিনটি ক্লজ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিচ্ছেদের বিষয়ে শ্রী সিমেন্টের একাধিপত্য, সদস্য-সমর্থকদের যে কোনও সময়ে ক্লাবে না ঢোকার নির্দেশ, আর ক্লাবের কর্তৃত্ব হস্তান্তর - এই তিন বিষয়ে পরিবর্তন চাইছেন বাংলার প্রাক্তন অধিনায়ক।
শেষে এই বার্তাও দিলেন সম্বরণ, যেহেতু প্রথমে দুই বছরের জন্য চুক্তিপত্রে সই হয়েছিল, সেহেতু ফুটবল রাইটস থাকার জেরে শ্রী সিমেন্টকে টিম গড়তে হবে। সব মিলিয়ে, ক্লাবে ফুটবলের আগমণের জন্য আর্জি রাখলেন সম্বরণ ব্যানার্জি।