সুনীল ছেত্রীর জন্মদিন উপলক্ষ্যে ফুটবল দিল্লি চালু করল অবসরপ্রাপ্তদের জন্য ফুটবল লিগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল দিল্লি দিল্লি ফুটবল দিবস ও সুনীল ছেত্রীর জন্মদিনে ৩৭ প্লাস লিগ চালু করে উদযাপন করছে। ৩৭ প্লাস লিগের উদ্বোধন করেন সুনীল ছেত্রীর বাবা কে বি ছেত্রী। ২০১৮ সাল থেকে ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সম্মানে দিল্লি ফুটবল দিবস উদযাপন করছে দিল্লি।
এই উপলক্ষে সুনীল ছেত্রী একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সুনীল ছেত্রী বলেছেন, "ফুটবল দিল্লি আমার জন্মদিনে দিল্লি ফুটবল দিবস উদযাপন করছে জেনে খুব খুশি হয়েছি এবং ফুটবল দিল্লিকে এই উপলক্ষে ৩৭ প্লাস লিগ চালু করার জন্য অভিনন্দন জানাই। আমি অংশগ্রহণকারী দলগুলোর জন্য শুভ কামনা করছি।" তিনি আরও বলেন, "ফিট থাকা গুরুত্বপূর্ণ এবং অবসরপ্রাপ্ত খেলোয়াড়রা লিগের অংশ হওয়ার সুযোগ পাচ্ছে এটা ভাল দিক।"
কে বি ছেত্রী লিগের উদ্বোধন করেন এবং তিনি বলেন, "সুনীল ছেত্রীর সম্মানে ৩৭ প্লাস লিগের উদ্বোধন করতে পেরে অত্যন্ত সম্মানিত এবং তিনি এই উদ্যোগের মাধ্যমে সুনীল ছেত্রীকে সম্মান প্রদান করার জন্য ফুটবল দিল্লিকে ধন্যবাদ জানান।"
ফুটবল দিল্লির সভাপতি শাজি প্রভাকরণ বলেছিলেন, "সুনীল ছেত্রীর সম্মানে এই লিগটি চালু করার জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং এই লিগের মাধ্যমে আমরা দিল্লিতে ফুটবল উন্নয়নের জন্য একটি সামগ্রিক দৃশ্যপট তৈরি করতে চাই যেখানে ৪ বছর থেকে সব বয়সের জন্য ফুটবল কার্যক্রম থাকবে ৭০+ পর্যন্ত।" তিনি সুনীলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এবং মাঠে ও মাঠের বাইরে তার ধারাবাহিক সাফল্য কামনা করে দিল্লিতে ফুটবল উন্নয়নে তার অব্যাহত সহায়তার জন্য তাকে ধন্যবাদও জানালেন।
জেএলএন কমপ্লেক্সে ওল্ড স্টারস এবং বিকাশ পুরী ফুটবল ক্লাবের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভারতে এটিই প্রথম ধরনের লিগ যা অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে গঠিত। এই লিগে ২১টি দলকে নিয়ে তিনটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এবং লীগ লিগ কাম নক আউট ফরম্যাটে খেলা হওয়ার কথা হয়েছে যা ২০২১ সালের অক্টোবর পর্যন্ত চলবে।