সুযোগের বহর তৈরি করে ফিনিশ ডিফেন্সে আটকাল ডেনমার্ক, ইতিহাস ফিনল্যান্ডের

ডেনমার্ক - ০
ফিনল্যান্ড - ১ (জোয়েল পোহজানপালো)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কার্যত গোটা ম্যাচ জুড়ে খেলল ডেনমার্ক। আক্রমণ, পাসিং, বল পজেশন - সব কিছুতে এগিয়ে ছিল ডেনমার্ক। কিন্তু ইউরো কাপের নবীনতম সদস্য ফিনল্যান্ড সকলকে অবাক করে দিয়ে জিতে নিল। অসাধারণ ডিফেন্ডিং এবং প্রত্যয়ী লড়াইয়ে ইউরো অভিষেকেই জয় ফিনল্যান্ডের।
প্রথমার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যায়। কিন্তু প্রথমার্ধের শেষের দিকে ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন হঠাতই মাটিতে লুটিয়ে পড়েন। আর সেই দৃশ্য দেখে দুই দলের খেলোয়াড় ও দর্শকরা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। আর এর জেরে খেলা স্থগিতের সিদ্ধান্ত দিয়েছিল উয়েফা।
কিন্তু এরিকসনের সুস্থতার খবর পাওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুই দলই। দ্বিতীয়ার্ধে কার্যত আক্রমণের ঝড় তুলেছিল ডেনমার্ক। এদিকে একটি শটও না মারা ফিনল্যান্ড নিজেদের প্রথম সুযোগেই গোল তুলে নেয়। ৫৯ মিনিটে গোল করেন জোয়েল পোহজানপালো।
এরপর আক্রমণের ধার আরও বাড়ায় ডেনমার্ক। ৭২ মিনিটে পেনাল্টি পায় ড্যানিশরা, কিন্তু হোজবার্গের শট সেভ করেন হ্রাডেস্কি। আর শেষ অবধি অসাধারণ ডিফেন্ডিং করে জয় হাসিল করল ফিনল্যান্ড।